এখন পড়ছেন
হোম > অন্যান্য > সোনা ও টাকাপয়সা সঠিক দিকনির্দেশ মেনে রাখলেই খুব সহজে তা ফুলেফেঁপে ওঠে! জেনে নিন সহজ টিপস

সোনা ও টাকাপয়সা সঠিক দিকনির্দেশ মেনে রাখলেই খুব সহজে তা ফুলেফেঁপে ওঠে! জেনে নিন সহজ টিপস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- নিন্দুকরা হয়তো বলবেন অর্থই অনর্থের মূল। তবে একথা কিন্তু মেনে নিতে হবে যে অর্থ ছাড়া জীবনে বেঁচে থাকা সম্ভব নয়। সে একটা নতুন জীবনের আগমনকে স্বাগত জানানো থেকে শুরু করেই হোক, বা জীবনের বিদায় লগ্নেই হোক, মানুষের অর্থের প্রয়োজন। তাই অর্থ ছাড়া মানুষ চলতে পারে না। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা অর্থ কিভাবে সঞ্চয় করবেন সেই নিয়ে দুশ্চিন্তা করেন। তবে সেই সমাজেই অর্থ উপার্জনের রকমফেরে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এরকম অনেকগুলো শ্রেণি আছে। তাই অর্থ ছাড়া যে মানুষ চলতে পারে না, এই কথা সর্বোপরি স্বীকার্য।

অনেকে আবার অর্থের জায়গায় সোনা বা অলংকারকে লক্ষীর প্রতীক হিসেবে কল্পনা করেন। এমন অনেক শুভ তিথিতে তাই সোনা কিনে রাখার চল রয়েছে। ধনতেরাস, দীপাবলি এমন অনেক সময় তাই মানুষকে সোনা কিনতে দেখা যায়। কথিত আছে, একসময় এগুলোই মানুষকে অসময়ের সাহায্য করে। তবে শুধুমাত্র টাকা পয়সা রোজগার করা বা সোনা, অলংকার কিনলেই তো হবে না, সেক্ষেত্রে প্রয়োজন সেগুলিকে সঠিকভাবে সঞ্চয় করা। তাই কোথায় আপনার সঞ্চয় রাখবেন বা অলংকার কিনেই বা কোনখানে রাখলে আপনার ভালো হবে, তা বলতে বাস্তুশাস্ত্রকে অনেক ক্ষেত্রেই মেনে চলতে হয়। কারণ বাস্তু বলে দেয় কোথায় সোনা রাখলে বা টাকা-পয়সা ঘরের কোনখানে রাখলে তা আপনার জীবনে শুভ বল প্রদান করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে বলা যায়, শুধুমাত্র ঘরে নয়, বাস্তু হিসাবে বাড়ির একটি নির্দিষ্ট দিকে সোনা বা টাকা পয়সা রাখা উচিৎ। এইসব ক্ষেত্রে কার্যকরী হয় কোন জায়গা তার উত্তরে জানা যায়, আপনি কোথায় আলমারি রাখছেন বা কোন দিকে বাড়ির লকার রয়েছে সেটা খেয়াল রাখা বিশেষ প্রয়োজনীয়। বলা হয় বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক অত্যন্ত শুভ। তাই এই দিকে আলমারি রাখা যেতে পারে। এছাড়া দক্ষিণ পশ্চিম দিকেও লকার রাখা অত্যন্ত শুভ। তবে যে দিকেই আপনি আলমারি রাখুন না কেন, ঘরে রাখা লকারের মুখ যেন অবশ্যই উত্তর বা উত্তর-পূর্বদিকে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

এছাড়া যে ঘরে লকার রয়েছে সেই ঘরের দেওয়াল থেকে লকার সব সময় বেশ কিছুটা তফাতে রাখতে হবে। দেওয়ালের সঙ্গে আলমারি বা লকার কখনোই ঠেকিয়ে রাখা চলবে না। এছাড়া যে স্থানে লকার রেখেছেন সেই স্থানটিকে পরিষ্কার রাখতে হবে। সেই সঙ্গে লকারের চারপাশও ভালোভাবে পরিস্কার আছে কিনা সেটাও দেখে নিতে হবে। এছাড়া যে ঘরে আলমারি বা লকার থাকবে সেই ঘরের রং হলুদ করলে ভালো ফল পাওয়া যায়। তবে যদি হলুদ রং না করা যায়, সেক্ষেত্রে তবে যেকোনো হালকা রং করা যেতে পারে। তবে কখনোই লাল রং বা লাল রংয়ের আভাযুক্ত কোন রং ব্যবহার করা উচিত নয় বলেই মনে করেন বাস্তুবিদরা। এছাড়া অনেকে আলমারি বা লকার কেও হলুদ রং বা হলুদ রঙের কোনো সেডে রং করতে পারেন। তবে মনে রাখবেন যেন কোনোভাবেই অপরিষ্কার না থাকে বা তাতে যেন ধুলো-ময়লা না পড়ে। তাই প্রতিদিন লকারটিকে ভালোভাবে পরিষ্কার করার সময়, তার চারপাশও ভালো করে পরিষ্কার করতে হবে। এছাড়া বিভিন্ন শুভ কাজের আগে লকারকে হলুদ চন্দনের ফোটা দেওয়া যেতে পারে। যা কিনা অনেকাংশেই শুভ বলে মনে করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!