এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > সাংবাদিক বৈঠকে মুখ খুলে তৃণমূলকে কার্যত ধুয়ে দিলেন অধীর চৌধুরী! জানুন বিস্তারিত ভাবে

সাংবাদিক বৈঠকে মুখ খুলে তৃণমূলকে কার্যত ধুয়ে দিলেন অধীর চৌধুরী! জানুন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন দাপুটে নেতা হলেন অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের একজন প্রভাবশালী নেতা ও সাংসদ তিনি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর একজন শক্তিশালী প্রতিপক্ষও তিনি। ইতিপূর্বে মুখ্যমন্ত্রীকে কিছু ব্যাপারে তিনি সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসকদল সম্পর্কে তাঁর ক্ষুরধার মন্তব্য তাঁকে বারবার সংবাদপত্রের শীর্ষে স্থান দিয়েছে। গতকাল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করলেন অধীর চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন যে, গতকাল তৃণমূল ও সিপিএম দল ত্যাগ করে বেশ কিছু মানুষ কংগ্রেস দলে যোগদান করেছেন। তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা করে তিনি জানালেন যে, অনেক আশা ভরসা নিয়ে তৃণমূল দলকে ক্ষমতায় এনেছিল একসময় রাজ্যবাসী। প্রসঙ্গত, গত ২০১১ তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোট বেঁধে রাজ্যের চৌতিরিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিল। পরে অবশ্য সেই জোট ভেঙে যায়।

শাসকদলের প্রতি আক্রমণ শানিয়ে অধীর বাবুর দাবি, রাজ্যবাসীর আশা-ভরসা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শাসকদল। এ কারণেই তাঁর দাবি শাসকদল তৃণমূল এর প্রতি মানুষের খুব তাড়াতাড়ির মোহভঙ্গ হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শাসকদলের প্রতি অভিযোগ জানিয়ে তিনি জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে নিজের জয় লাভের উপর আস্থা রাখতে না পেরেই বাইরে থেকে ভাড়া করে কোম্পানির লোক এনেছে শাসক দল। এ প্রসঙ্গে তাঁর আরও অভিযোগ, ভোট কুশলীর কোম্পানির বিভিন্ন লোক কংগ্রেস নেতাদের কাছে বারবার ফোন করে তাঁদেরকে তৃণমূলে যোগদান এর জন্য অনুরোধ জানানো হচ্ছে। কখনো বলা হচ্ছে তৃণমূলে যোগদান করলে বিপুল পরিমানে টাকা-পয়সা দেয়া হবে, কখনো আবার দেখানো হচ্ছে বিভিন্ন পদের লোভ।

ভোট কুশলীর সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে তিনি রাজ্য পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করলেন। তিনি অভিযোগ করলেন, মুর্শিদাবাদ জেলাতে পুলিশকে কাজে লাগিয়ে ও অর্থের জোরেই ক্ষমতায় টিকে আছে তৃণমূল কংগ্রেস।

শাসক দলের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ দায়েরের পর অধীর চৌধুরীকে পাল্টা আক্রমণ করতে গেল তৃণমূল দলের গুরুত্বপূর্ণ নেতা অশোক দাস এর। এ প্রসঙ্গে তৃণমূল নেতা অশোক দাস জানালেন, ” উনি প্রচারমাধ্যমে থাকতে ভালোবাসেন। তাই এসব কথা বলে নিজেকে সামনে আনতে চাইছেন। এর কোনও ভিত্তি নেই।”

এভাবে আগামী বিধানসভা উপনির্বাচনের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে চলল রাজনৈতিক চাপানউতোর। অধীর বাবুর ক্ষুরধার বক্তব্যে শোরগোল পড়ে গেছে বাংলার রাজনীতি মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!