এখন পড়ছেন
হোম > জাতীয় > সাংবিধানিক সংকটে পড়তে চলেছে তৃণমূল সরকার, জানালেন বিজেপি সাংসদ

সাংবিধানিক সংকটে পড়তে চলেছে তৃণমূল সরকার, জানালেন বিজেপি সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে ক্রমশই বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলের ভাঙ্গন। বিশেষত, শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর থেকে শাসকদল তৃণমূলের ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। শুভেন্দু অধিকারীর একাধিক জনসভায় তৃণমূলের বহু নেতা-কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে। অবিভক্ত মেদিনীপুরে ৩৫/০ করার ডাক দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ অর্জুন সিং জানালেন যে, আগামী দিনে ২৬ জন তৃণমূল বিধায়ক তৃণমূল ছেড়ে যোগদান করতে চলেছেন বিজেপিতে।

বিজেপি সাংসদ অর্জুন সিং জানালেন যে, আগামী দিনে ২৬ জন তৃণমূল বিধায়ক তৃণমূল ছেড়ে যোগদান করতে চলেছেন বিজেপিতে। তিনি জানান, এর ফলে সাংবিধানিক সংকটে পড়তে চলেছে তৃণমূল সরকার। তাই সরকারকে বাঁচাতেই বাম-কংগ্রেসের অনাস্থার কথা বলা হয়েছে। তিনি দাবি করেছেন, পুলিশকে দিয়েও সরকারকে বাঁচাতে পারবেন না পারবেন না মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি, সাংসদ অর্জুন সিং জানালেন যে মুখ্যমন্ত্রী একাধিকবার গরু পাচার নিয়ে বিএসএফ, সিআরপিএফদের দিকে প্রশ্ন তুলেছেন। কিন্তু তিনিই আবার মহিলা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করার ভয় দেখিয়েছেন বিএসএফ, সিআরপিএফ অফিসারদেরকে। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী চিটফান্ড নিয়ে একটি কমিটি গঠন করেছেন, কিন্তু চিটফাণ্ডে ক্ষতিগ্রস্থ মানুষদের অর্থ ফিরিয়ে দেননি তিনি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সেবি, ইডি, সিবিআইকে নিয়ে নতুন কমিটি গঠনের কথা বলেছেন তিনি। যে কমিটির মাধ্যমে চিটফাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

তোলাবাজির অভিযোগে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন তিনি। বিজেপি সাংসদ অর্জুন সিং জানালেন যে, কয়লা পাচারের অবৈধ অর্থ পুলিশ এসকট করে তা পৌঁছে দেয় ভাইপোর বাড়িতে। তিনি জানালেন গরু পাচার চক্রতে জড়িত ব্যবসায়ী বিনয় মিশ্র হলেন ভাইপোর ডান হাত। তিনি আরো জানান যে, ৩০ টি দেশে স্ত্রীর নামে বাড়ি কিনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রীর নামে নগদ টাকা জমা করেছেন তাইল্যান্ডে। তাইল্যান্ডের সরকারি নিয়মের সুযোগ নিয়ে এ কাজ করছেন তিনি। তিনি অভিযোগ করেছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ভারতে একটি নাম ব্যবহার করেন, আর তাইল্যান্ডে অন্য একটি নাম ব্যবহার করেন।

অন্যদিকে, আজ সকালে কাঁকসায় অনুষ্ঠিত চা-চক্রে যোগদান করে সাংসদ সুনীল মণ্ডল জানিয়েছেন যে, তৃণমূল ছেড়ে আরো ১৬ জন সাংসদ যোগদান করবেন বিজেপিতে। তিনি জানিয়েছেন নির্বাচনের ফল বেরোলেই দেখা যাবে তৃণমূল তৃতীয় স্থানে পৌঁছে গেছে। সাংসদ জানিয়েছেন সম্প্রতি তার ওপর যে হামলার ঘটনা ঘটেছিল, সে কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আরো বেশী নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!