সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই বিস্ফোরক পোস্ট শান্তনুর! কি লিখলেন প্রাক্তন সাংসদ? তৃণমূল রাজনীতি রাজ্য September 2, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আরজিকরের নৃশংস ঘটনার কিছুটা হলেও সুবিচার পাওয়া গেল। আজ সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট করলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। যে পোস্টকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূল নেতা শান্তনু সেন। যেখানে তিনি লেখেন, “ঈশ্বর বিচার করবেন। প্রমাণ হলো, আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম।”অর্থাৎ প্রথম দিন থেকে এই আরজিকরের ঘটনার প্রতিবাদে সোচ্চার ছিলেন শান্তনু সেন। এমনকি দলের পক্ষ থেকেও তার ওপর শাস্তির খাড়া নেমে এসেছিল। তবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই শান্তনু সেনের এই ধরনের পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -