সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে পৌঁছালেও হোঁচট খেলো ইডি, চাবির খোঁজে কেন্দ্রীয় সংস্থা! কলকাতা রাজ্য September 12, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আর তার মাঝেই এবার একেবারে সাত সকালে আজ সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি চিনার পার্কে পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা। তবে মূল গেটের তালা খুলে তারা ভেতরে ঢুকলেও একটি বড় সমস্যার মুখে পড়েছেন। কিন্তু কি সেই সমস্যা? সূত্রের খবর, এদিন সাত সকালে চিনার পার্কের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যেখানে মূল গেটের তালার চাবি এক প্রতিবেশীর কাছ থেকে নিয়ে ভেতরে ঢোকেন তারা। কিন্তু ভেতরে ঢুকে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা দেখেন যে, বিভিন্ন গেটেও তালা দেওয়া রয়েছে। স্বাভাবিকভাবেই সেই তালা খোলার চাবি কার কাছে রয়েছে, এখন সেই রহস্য উন্মোচনেই ব্যস্ত কেন্দ্রীয় সংস্থা। আপনার মতামত জানান -