এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সন্দীপ ঘোষকে নিয়ে অনেক আগেই গোপন তথ্য! অতীতের কথা ফাঁস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা!

সন্দীপ ঘোষকে নিয়ে অনেক আগেই গোপন তথ্য! অতীতের কথা ফাঁস করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পরেই সন্দীপ ঘোষকে নিয়ে কটাক্ষ ছুড়ে দেওয়ার পাশাপাশি বিস্ফোরক মন্তব্য করেছিলেন সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শান্তনু সেন। গতকাল তাকে দলের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়। আর তারপরেই অনেকে বলতে শুরু করেন যে, আরজিকরের পরবর্তী সময়কালে তার মন্তব্যের জন্যেই তাকে এইভাবে সরিয়ে দেওয়া হলো। আর এই পরিস্থিতিতে এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনেক আগেই তিনি সন্দীপ ঘোষকে নিয়ে সুনির্দিষ্ট জায়গায় বেশ কিছু তথ্য দিয়েছিলেন বলে দাবি করলেন শান্তনুবাবু।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শান্তনু সেনকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি সন্দীপ ঘোষ সম্পর্কে দেড় বছর আগেই গোপনীয়তা বজায় রেখে সুনির্দিষ্ট জায়গায় বেশ কিছু তথ্য দিয়েছিলাম। আজকে তদন্তের জন্য সেই সন্দীপ ঘোষকে নিয়ে যে যে তথ্য বেরিয়ে আসছে, তাতে তো প্রমাণ হয়ে গেল যে, সবটাই সত্যি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!