এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সাংসদের নাম ভাঙিয়ে আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার সন্ধ্যা রায়ের আপ্ত-সহায়ক

সাংসদের নাম ভাঙিয়ে আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার সন্ধ্যা রায়ের আপ্ত-সহায়ক


আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন ইমেলে দার্জিলিং এর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ সন্ধ্যা রায়ের আপ্ত-সহায়ক অনির্বান ভট্টাচার্য ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিজেকে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্যস্তরের নেতা ও সাংসদ হিসাবে পরিচয় দেওয়ার জন্য এবং দলের নামে সভা করার জন্য। দোলা সেনের অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাতে গ্রেফতার করা হয় অনির্বান ভট্টাচার্য ও তাঁর সঙ্গীদের। ধৃত অভিযুক্তরা হলেন সন্দীপ পাত্র(পূর্ব মেদিনীপুর), অশোক মাহাতো(ঝাড়গ্রাম), মহম্মদ দানিশ(কোলকাতা)। গ্রেফতারের পর মূল অভিযুক্ত অনির্বাণ ভট্টাচার্য কিন্তু নিজেকে সন্ধ্যা রায়ের ‘আপ্তসহায়ক’ বলেই পরিচয় দিয়েছেন আর জানিয়েছেন তিনি নিজেকে কখনোই সাংসদ বলে পরিচয় দেননি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ ব্যাপারে মেদিনীপুরের সাংসদ সন্ধ্যা রায়ের বক্তব্য, আমার নাম ভাঙিয়ে টাকা তুলেছিলেন, এই অভিযোগ ভিত্তিহীন। কোনো একটি ট্রেড ইউনিয়নের বৈঠক করতে গিয়ে কী করেছে জানি না। আমার গাড়ি, আমি ছাড়া কেউ ব্যবহার করে না। আগে কখনো আঁচ পাইনি যে অনির্বাণ এ ধরণের কাজ করে। আমাকে দল থেকে ফোন করে গ্রেফতারের খবর জানানো হয়েছে। পুলিশ সূত্রের খবর,অভিযুক্তরা গত সাতদিন ধরে নীলবাতি লাগানো ও সাংসদের নাম লেখা গাড়ি নিয়ে কালিম্পং সহ নকশালবাড়ির বিভিন্ন যায়গায় গেছেন ও সভা করেছেন।এছাড়া কালিম্পং থেকে দুদিন আগে শিলিগুড়িতে এসে তাঁরা বিভিন্ন চা-বাগানে ঘোরাফেরা করেন। তবে তাঁরা সন্ধ্যা রায়ের ও দলের নাম ব্যবহার করে টাকা তুলেছেন কিনা সেটা নিয়ে পুলিশি তদন্ত চলছে, খোঁজ চলছে গাড়িটিরও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!