এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংঘ থেকে অপসারিত হলেন এই নেতা, জোর চাঞ্চল্য বাংলায়

সংঘ থেকে অপসারিত হলেন এই নেতা, জোর চাঞ্চল্য বাংলায়

লোকসভা নির্বাচনের পরই বিজেপির এই রাজ্যে শক্তি বৃদ্ধি হতে শুরু করে। 18 টি আসন পাওয়া গেরুয়া শিবির থেকে দিকে দিকে তৃণমূল থেকে অজস্র নেতাকর্মীরা যোগদান করেন। আর বিজেপি যাতে তাদের দলে কোনো বেনোজল না ঢোকায়, তার জন্য আগে থাকেই তাদের সতর্ক করে দিতে দেখা দিয়েছিল সংঘকে। কিন্তু এবার অবশেষে তারা যে কোনোরকমেই দুর্নীতির সাথে সম্পর্ক রাখে না, তা প্রমাণ করে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

সূত্রের খবর, দুর্নীতি স্বজনপোষন ও নারীঘটিত একাধিক অভিযোগ থাকার কারণে দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারকের পদ থেকে বিদ্যুৎ মুখোপাধ্যায়কে সরিয়ে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই বিদ্যুৎবাবুর বিরুদ্ধে নাগপুরে বহু অভিযোগ জমা পড়ছিল।

এমনকি রাজ্য বিজেপির নেতৃত্বও এই ব্যক্তির বিরুদ্ধে তাদের সর্বভারতীয় স্তরে অভিযোগ জানাতে শুরু করেছিল। কিন্তু এতদিন পর্যন্ত এই বিদ্যুৎ মুখোপাধ্যায়কে সেই ভাবে কেউ সরাতে পারেনি। যার কারণ হিসেবে অনেকেই বলছেন, তিনি আরএসএস প্রধান মোহন ভাগবতের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু এবার অবশেষে তাকে পদ থেকে সরিয়ে দিল সংঘ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বিদ্যুৎ মুখোপাধ্যায়ের জায়গায় উত্তরবঙ্গের প্রান্ত প্রচারক জলধর মাহাতোকে আনা হচ্ছে। অন্যদিকে জলধর মাহাতোর জায়গায় দক্ষিণবঙ্গের অন্যতম সহ প্রান্ত প্রচারক শ্যামাচরন রায় এবং শ্যামা চরন রায়ের জায়গায় হাওড়ার মহানগরের প্রচারক শ্রীকৃষ্ণ মন্ডল আসছেন। তবে সংঘের পক্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হলেও পদ হারানোর বিষয়টি সম্পূর্ণ রূপে অস্বীকার করতে দেখা গেছে সেই বিদ্যুৎ মুখোপাধ্যায়কে।

এদিন তিনি বলেন, “দীর্ঘ নয় বছর করার পর আমি পান্থ প্রচারের পদ থেকে অবসর নিলাম। শারীরিক কারণেই অবসর। আগামী দিনেও আরএসএসের জন্য কাজ করব। আমি সম্পূর্ণ স্বেচ্ছায় পদ ছেড়েছি।” তবে মুখে বিদ্যুৎবাবু যাই বলুন না কেন, তার কাজে অসন্তুষ্ট হয়েই যে তাকে সঙ্ঘ তার পদ থেকে সরিয়ে দিয়েছে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত প্রায় প্রত্যেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!