এখন পড়ছেন
হোম > জাতীয় > সঙ্ঘের সঙ্গে ‘পাঙ্গা’ নিতে গিয়ে আজ বড়সড় ‘অগ্নিপরীক্ষার’ সামনে রাহুল গান্ধী

সঙ্ঘের সঙ্গে ‘পাঙ্গা’ নিতে গিয়ে আজ বড়সড় ‘অগ্নিপরীক্ষার’ সামনে রাহুল গান্ধী

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মানহানি সম্পর্কিত একটি মামলায় আদালতে হাজির হতে হবে। ‘সাংবাদিক গৌরি লঙ্কেশের গণহত্যায় বিজেপি-আরএসএস-এর ভাবধারার সাথে যুক্তরা জড়িত’ – এই মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির এই মামলাটি ধৃতিমান জোশি নামে সংগঠনের এক কর্মী করেছেন বলে জানা গেছে। কংগ্রেসের সূত্রে জানা গেছে, রাহুল গান্ধী এই মামলার শুনানিতে হাজির হতে পারেন।

প্রসঙ্গত, সাংবাদিক গৌরি লঙ্কেশকে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বাঙ্গালুরুতে তাঁর বাড়ির বাইরেই ডানপন্থী আদর্শধর্মী গোষ্ঠীর সদস্যরা গুলি করে হত্যা করেছিল। পেশায় আইনজীবী ধৃতিমান জোশি ২০১৭ সালে রাহুল গান্ধী, তৎকালীন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, সিপিএম ও তার মহাসচিব সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন যে, লঙ্কেশের হত্যার ঘটনার ২4 ঘণ্টার মধ্যে রাহুল গান্ধীর মিডিয়াতে মন্তব্য করেন ওই ঘটনার পিছনে বিজেপি আর আরএসএস-এর ভাবধারার ব্যক্তিরা জড়িত আছেন। সীতারাম ইয়েচুরির বিরুদ্ধেও একই অভিযোগ আনেন তিনি। মাজগাঁও এর এক আদালত এই বছরের ফেব্রুয়ারি মাসে এই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধী ও ইয়েচুরির নামে সমন পাঠায়।

যদিও আদালত সোনিয়া গান্ধী ও সিপিএমকে এই অভিযোগের ক্ষেত্রে মেনে নিতে অস্বীকার করেছিল। আদালতজানিয়ে দেয়, যে কারো কারো ব্যক্তিগত মন্তব্যের জন্য পার্টি দায়ী নয়। প্রসঙ্গত, রাহুল গান্ধীর বিরুদ্ধে অন্য এক আরএসএস কর্মীও থানে জেলার বিভান্ডিতে মানহানির মামলা দায়ের করেছেন। ওই মামলা রাহুল গান্ধীর বিরুদ্ধে, মহাত্মা গান্ধী হত্যাকান্ডের জন্য আরএসএসকে অভিযুক্ত করার অভিযোগে করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে একে লোকসভা ভোটে গোহারা হেরেছেন রাহুল গান্ধীর কংগ্রেস। আর আজ ফের সংঘের সাথে আদালত যুদ্ধে যদি পরাজিত হন তবে তাঁর রাজনৈতিক জীবন নিয়েই উঠতে পারে প্রশ্ন। আর তাই আজ আদালতে ‘অগ্নিপরীক্ষা’-র মুখোমুখি তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!