এখন পড়ছেন
হোম > জাতীয় > দিলীপ ঘোষ-মুকুল রায়কে নিয়ে সঙ্ঘের বরিষ্ঠ প্রচারকের বড় মন্তব্যে বাড়ল জল্পনা

দিলীপ ঘোষ-মুকুল রায়কে নিয়ে সঙ্ঘের বরিষ্ঠ প্রচারকের বড় মন্তব্যে বাড়ল জল্পনা


পূর্ব-ভারতের এক নামি সংবাদপত্রকে দেওয়া নিজের সাক্ষাৎকারে সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক শ্রীকৃষ্ণজী মতলব বাংলা ও ভারতের রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের মতামত জানালেন। তারমধ্যে সবথেকে গুরুত্ত্বপূর্ন বিষয় হল বাংলার গেরুয়া শিবিরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়ের অবস্থান। বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বাংলায় বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে হয়ত সরিয়ে দেয় হতে পারে দিলীপ ঘোষকে। এমনকি প্রাথমিকভাবে দিলীপ বাবুর জায়গায় মুকুল রায়ের নাম নিয়েও জল্পনা ভেসে ওঠে। সেই জল্পনা আরো গতি পায়, যখন মুকুল রায়কে দিল্লিতে ডেকে পাঠায় বিজেপির শীর্ষ নেতৃত্ত্ব। কিন্তু এরপরেই, জল্পনা ছড়ায় মুকুল রায়কে রাজ্যে সভাপতি হিসাবে চাইছে না সঙ্ঘ, আর তারপরেই নাম ভেসে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ এক অর্থনীতিবিদের। শোনা যায় তাঁকে রাজ্য সভাপতি করে মুকুল রায়কে সাধারণ সম্পাদক (সংগঠন) এর দায়িত্ত্ব দেওয়া হবে।

কিন্তু, সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক শ্রীকৃষ্ণজী মতলব ওই সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সঙ্ঘ মুকুল রায় ও দিলীপ ঘোষের যুগলবন্দীর উপরেই আস্থা রাখছেন। তিনি আরো জানিয়েছেন, রাজ্য-বিজেপি বর্তমানে ভূমিপুত্রদের আনার ব্যাপারে জোর দিচ্ছে, আর ভূমিপুত্ররা আসার ফলে ফলাফলও ভালো হচ্ছে। যেখানে যেখানে ভোট হয়েছে পঞ্চায়েতে (বিজেপির) ভালো ফল হয়েছে। ফলে বিজেপির রাজ্য-নেতৃত্ত্ব এখন একদম সঠিক আছে, মুকুল রায়-দিলীপ ঘোষরা ভালো কাজ করছেন – সদস্যসংখ্যা-জনসমর্থন সবই বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে কোনো আদর্শ নেই, কিন্তু বিজেপির আদর্শ আছে। আগামীদিনে তারা লড়াই করেই জিতবে, পঞ্চায়েতের ভালো ফল তারই প্রমান। তাছাড়া, বামফ্রন্ট ও কংগ্রেস থেকে অনেকেই বিজেপিতে চলে আসছেন – ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ভালো সংখ্যক আসন পাবে বিজেপি। আর তাই সবমিলিয়ে তিনি দিলীপ ঘোষ-মুকুল রায় জুটির উপর ভর করেই আগামীদিনে বঙ্গরাজনীতিতে পদ্মের বিকাশ দেখতে চান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!