এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংঘাত নয় টুইটে সৌহার্দের বার্তা রাজ্যপালের

সংঘাত নয় টুইটে সৌহার্দের বার্তা রাজ্যপালের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিপূর্বে রাজ্য সরকারকে নানাভাবে অভিযুক্ত করে, রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা সহ নানা বিষয় নিয়ে একাধিক টুইট করতে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধনকরকে। তাঁর টুইটের পর রাজ্য ও রাজ্যপাল সংঘাত তীব্র আকার ধারণ করেছে। কিন্তু এবার আর সংঘাত নয়, বরং সৌহার্দ তথা সৌজন্যের বার্তা দিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যপাল তাঁর টুইটে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বুধবার মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেসময় হাসপাতালে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান শুরু হয়েছিল। অভিযোগ উঠেছিল রাজ্যপালের কনভয়কে লক্ষ্য করে জুতো পর্যন্ত ছোড়া হয়েছিল। কিন্তু রাজ্যপাল পিছিয়ে আসেন নি। বার্তা দিয়েছেন কর্তব্যের ও সৌজন্যের।

এরপর আজ রাজ্যপাল মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এক টুইট করেছেন। যে টুইটে তিনি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী দ্রুত সেরে ওঠে, তাঁর স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসুন। রাজ্যপাল জানিয়েছেন, শান্তি ও সৌহার্দ্যর পরিস্থিতিতেই বিকশিত হতে পারে গণতন্ত্র। পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য অন্যদের থেকে আলাদা। তিনি সকলকে এসময় শান্ত থাকার ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!