এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সংক্রমণ কমায় রাজ্যে ১৩ টি হাসপাতালকে নন-কোভিড ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের

সংক্রমণ কমায় রাজ্যে ১৩ টি হাসপাতালকে নন-কোভিড ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই রাজ্যে কিন্তু ধীরে ধীরে সংক্রমণ কমার ছবি সামনে আসছে। কার্যত মৃত্যুর সংখ্যা অনেক কম। স্বস্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে বিশেষজ্ঞরা কিন্তু এখনো করোনা সর্তকতা জারি রেখেছেন। তাঁদের মতে, একটু ঢিলেমি দিলেই কিন্তু করোনার তৃতীয় ঢেউ খেল দেখাতে শুরু করবে। তবে রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা কমলেও অন্যান্য রোগ কিন্তু মাথাচাড়া দিচ্ছে। আর তাই প্রয়োজন বাড়ছে বিভিন্ন হাসপাতালে। সেই সূত্রেই এবার রোগীদের জন্য পরিষেবা দিতে 13 টি সরকারি হাসপাতালে নন কোভিড হাসপাতাল বলে ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর।

কার্যত এই হাসপাতালগুলো এতদিন কোভিড বলে পরিচিত হয়েছিল। যে কারনে এই হাসপাতালগুলিতে শুধুমাত্র করোনা রোগী ভর্তি হয়েছে এতদিন। যে 13 টি সরকারি হাসপাতালে এখন থেকে অন্যান্য রোগের চিকিৎসা হবে, সেগুলি হল- সাগর দত্ত মেডিকেল কলেজ, বি.এন.বোস হাসপাতাল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, খড়দা স্টেট জেনারেল হাসপাতাল, কামারহাটি ইএসআই হাসপাতাল, উলুবেড়িয়া হাসপাতালসহ আরও বেশ কয়েকটি। এই হাসপাতালগুলির জরুরি বিভাগ খোলা থাকছে। একইভাবে জরুরী অস্ত্রোপচার থেকে শুরু করে প্রসূতিদের ভর্তি- সব রকম ট্রিটমেন্ট হবে। স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, অবিলম্বে এই হাসপাতালগুলিতে অন্যান্য রোগীদের চিকিৎসা শুরু করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রয়োজনে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হবে। অন্যদিকে গত 24 ঘণ্টায় বাংলায় আবারও সামান্য হলেও  দৈনিক সংক্রমণ বেড়েছে। নতুন করে 640 জন আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় রাজ্যে, মৃত 7 জন। তবে আক্রান্তের থেকে সুস্থতার হারের পরিমাণ বেশি, যা কার্যত স্বস্তি দিয়েছে চিকিৎসকদের। তবে দৈনিক সংক্রমণের নিরিখে আবারও প্রথম স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনা। একদিনে সেখানে 88 জন করোনা সংক্রমিত হয়েছেন। কলকাতার অবস্থাও তথৈবচ।

সেখানেও একদিনে 86 জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর নিরিখেও আবারও প্রথম স্থান দখল করেছে উত্তর 24 পরগনা। একদিনে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন দুজন। তবে উল্লেখযোগ্যভাবে কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু নেই গত চব্বিশ ঘন্টায়। পরিস্থিতি অনেকটাই ভালো। জনজীবনও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কিন্তু তাও করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক যাচ্ছেনা। লোকাল ট্রেন এখনো চালানো শুরু হয়নি রাজ্যে।  এই পরিস্থিতিতে রাজ্যের গ্রামাঞ্চলে 80% প্রতিষেধক সম্পন্ন হবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!