এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংগঠনে রদবদল ফের গোষ্ঠীকোন্দল শুরু, তৃণমূলের অন্দরে বাড়ছে ক্ষোভ !

সংগঠনে রদবদল ফের গোষ্ঠীকোন্দল শুরু, তৃণমূলের অন্দরে বাড়ছে ক্ষোভ !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে গোষ্ঠী কোন্দল ক্রমশ বাড়ছে। নির্বাচনের নিরিখে দলের সংগঠনকে মজবুত করে তুলতে বিভিন্ন জেলায় তৃণমূলের পক্ষ থেকে দলের নতুন জেলা কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি গঠনের কাজ চলছে। তবে, স্থানে স্থানে ব্লক কমিটি, অঞ্চল কমিটি গঠন করতে গিয়েই বিভিন্ন জেলায় তৃণমূলের নেতাকর্মীদের বিক্ষোভ, বিদ্রোহ বারবার প্রকাশ্যে এসে পড়ছে। দলীয় কোন্দলে জেরবার হয়ে যাচ্ছে তৃণমূলের জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্ব। বিভিন্ন জেলায় দেখা দিয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। নতুন করে ব্লক কমিটি, অঞ্চল কমিটি গঠন করতে গিয়েই কোলাঘাটে তীব্র হল তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

সম্প্রতি কোলাঘাট ব্লকের ১৩ টি অঞ্চল থেকে নেতা-নেত্রীদের নিয়ে ঘোষণা করা হয়েছে দলের নতুন কমিটি। সকলে মিলে কোলাঘাটের নতুন ব্লক সভাপতি রূপে মনোনীত করেছেন অমিত ব্যানার্জিকে। এর সঙ্গেই গঠিত হয়েছে দলের নতুন ব্লক কমিটি। নতুন ব্লক কমিটি গঠনের পর, তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন দলের কর্মীদের একাংশ।

তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ যে, নতুন সভাপতি করা হয়েছে যাঁকে, তিনি তৃণমূল দলের সংগঠনের সঙ্গে আদৌ যুক্ত নন। কোন দিন তিনি মানুষের কাছেও যাননি। নতুন অঞ্চল সভাপতি বদল করে, অন্য কাউকে এই পদে আনার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। এই বিষয়টি তাঁরা রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আপনার মতামত জানান -

বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, নতুন অঞ্চল সভাপতিকে যদি স্বপদে বহাল রাখা হয়, তাহলে তারা সংগঠন ছেড়ে বেরিয়ে আসবেন। এভাবেই দলের নতুন কমিটি গঠন নিয়ে বিভিন্ন জেলায় তৈরি হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র মতানৈক্য। যার জেরে বিপর্যস্ত হচ্ছে শাসকদল তৃণমূল। দলের নতুন কমিটি গঠনের পর থেকে দলের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করছেন দলের কর্মীরা।

অনেক ক্ষেত্রে দক্ষ, পুরনো পদাধিকারীদের বসিয়ে দিয়ে অন্য দল থেকে আসা নেতাদের বড় পদ দেয়া হচ্ছে বলে স্থানে স্থানে অভিযোগ উঠেছে। এদিকে আগামী বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে চলেছে, শাসক দল তৃণমূলে বিক্ষুব্দ বিধায়কের সংখ্যাও ক্রমশ বাড়ছে। বহু নেতা, বিধায়ক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি, কোলাঘাটে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। এদিকে কোলাঘাটে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কাজে মনোযোগ দিয়েছে বিজেপি। স্থানে স্থানে তৃণমূল কর্মীদের মধ্যে বিক্ষোভ, বিদ্রোহ রাজনৈতিক সুবিধা নিচ্ছে বিজেপিকে। দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন অনেকে। দলের সংগঠনকে মজবুত করে শাসক দল তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!