এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সাংগঠনিক রদবদলের কোপে কি এবার তৃণাঙ্কুর? তৃনমূলের ছাত্র সংগঠনের পরিবর্তন নিয়ে আশঙ্কা!

সাংগঠনিক রদবদলের কোপে কি এবার তৃণাঙ্কুর? তৃনমূলের ছাত্র সংগঠনের পরিবর্তন নিয়ে আশঙ্কা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরই তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছে। এক্ষেত্রে বেশ কিছু জেলার সভাপতি পরিবর্তন করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি যুব সংগঠনের পরিবর্তনের ব্যাপারে জল্পনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, এবার মাদার এবং যুব সংগঠনের পাশাপাশি পরিবর্তন হতে পারে দলের ছাত্র সংগঠনেও। বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রায় তিন বছরের মতো সময় ধরে তিনি ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি।

মূলত 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ছাত্র সংগঠনে রদবদল হলেও কেউ একটানা তিন বছর সভাপতি থাকতে পারেননি। কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্যের ক্ষেত্রে এ কার্যত নজির বলেই মনে করছেন তৃণমূলের ঘনিষ্ঠ মহল। আর এই পরিস্থিতিতে তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার সেই ছাত্র সংগঠনেও পরিবর্তন আনার চিন্তাভাবনা করতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেদিক থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে এবার ছাত্র সংগঠন থেকে সরতে হতে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরমহলে।

তবে তৃণাঙ্কুর ভট্টাচার্য যদি ছাত্র সংগঠনের সভাপতির পদ থেকে সরে যান, তাহলে তার বদলে পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী। অনেকে বলছেন, ইতিমধ্যেই বেশ কিছু নাম সামনে আসতে শুরু করেছে। তবে তার মধ্যে সবথেকে বেশি যে নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে, তিনি হলেন, অত্যন্ত সুবক্তা হিসেবে পরিচিত, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের পরেই 24 শে জুলাই বড় কোনো সাংগঠনিক রদবদল হতে পারে। আর সেখানেই ছাত্র সংগঠনের পরিবর্তন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে অত্যন্ত স্বচ্ছ হিসেবে পরিচিত সুদীপ রাহাকে সেই ছাত্র সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের তালিকায় রয়েছেন এই সুদীপ রাহা‌। শুধু সুবক্তা হিসেবে নয়, অত্যন্ত প্রতিবাদী ছেলে হিসেবেই পরিচিত প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন সুদীপ রাহা। তবে সেদিক থেকে তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে যুব সংগঠনে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ছাত্র সংগঠন করার ক্ষেত্রে বয়স বেঁধে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে যারা ছাত্র নয় তারা যে কোনোমতেই ছাত্র সংগঠন করতে পারবে না, তাও অনেক দিন ধরেই দলীয় সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে ঘাসফুল শিবির। কিন্তু তারপরেও বয়স পেরিয়ে যাওয়া সত্ত্বেও যুব সংগঠন করার মতো ব্যক্তিরা ছাত্র সংগঠনের মাথা হয়ে থেকে গিয়েছেন। সেদিক থেকে দেখতে গেলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অনেক জেলার অনেক দায়িত্ব প্রাক্তন সভাপতিদের বয়স চল্লিশ উর্ধ্ব। কখনও আবার দেখা গিয়েছে, উত্তরবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতা হিসেবে পরিচিত কারও কারও বয়স পঞ্চাশের কাছাকাছি।

তাই এবার ছাত্র সংগঠনে আমূল পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে দীর্ঘ তিন বছর ছাত্র পরিষদের সভাপতি থাকা তৃনাঙ্কুর ভট্টাচার্যের অধ্যায় শেষ করে এবার সুদীপ রাহার মত সুবক্তা তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব পেতে পারেন বলেই জল্পনা তৈরি হয়েছে। যদিও বা এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি ঘাসফুল শিবির। সব মিলিয়ে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!