এখন পড়ছেন
হোম > জাতীয় > সাংসদ পদ বাঁচাতেই কি মুকুল রায়ের দ্বারস্থ এই বিজেপি নেতা? তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

সাংসদ পদ বাঁচাতেই কি মুকুল রায়ের দ্বারস্থ এই বিজেপি নেতা? তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একটা বড়সড় দলবদল হয় এ রাজ্যে। আর সেই দলবদলের হাত ধরেই তৃণমূলের অধিকাংশ নেতা বিজেপিতে যোগদান করেন। যাদের মধ্যে অন্যতম হলেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। রাজনীতির জগতে যিনি বর্তমানে সুবিধাবাদী নেতা বলে পরিচিত হয়েছেন। কার্যত একটা সময় তিনি বাম রাজনীতির অংশ ছিলেন। যখন 2011 সালে পরিবর্তন আসে, সে সময় তিনি তৃণমূলে চলে আসেন। এরপর তৃণমূলের টিকিটে তিনি দুবার সাংসদ পদে জয়ী হন। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ক্ষমতা দখলের ছবি যখন স্পষ্ট হয়ে উঠেছিল, তখন আবারও তৃণমূলের হাত ছেড়ে সুনীল মণ্ডল বিজেপির হাত ধরেছিলেন।

কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বিশাল ভোটে তৃণমূল রাজ্য দখল করেছে। তারপর থেকেই বিজেপিতে বেসুরো হয়ে উঠেছেন সুনীল মণ্ডল। কিন্তু তৃণমূল তাঁর জন্য আর দরজা খুলতে রাজি নয়। এই অবস্থায় সুনীল মণ্ডল দেখা করলেন দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে। সোমবার সন্ধ্যের পর সুনীল মণ্ডলকে দেখা যায়, মুকুল রায়ের বাড়িতে দেখা করতে যেতে। মনে করা হচ্ছে, তাঁর লক্ষ্য এই মুহূর্তে সংসদ পদ বাঁচিয়ে তৃণমূলে প্রবেশ। কিন্তু বেশিক্ষণ সময় তিনি মুকুল রায়ের বাড়িতে ছিলেন না। বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। উত্তর না দিয়ে তিনি চলে যান। আর তারপরেই শুরু হয়েছে সুনীল মন্ডলের তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে বাড়ছে জল্পনা।

কিন্তু তৃণমূলের পক্ষ থেকেই জানা যাচ্ছে, সুনীল মণ্ডল কিংবা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোনভাবেই এই মুহূর্তে তৃণমূলে নেওয়া হবেনা। কার্যত পূর্ব বর্ধমানের নেতাকর্মী, জনপ্রতিনিধি এমনকি কর্মী-সমর্থকরাও সুনীল মণ্ডলকে চাইছেন না। দলের শীর্ষ নেতৃত্বও ভালই জানেন সে কথা। কার্যত সুনীল মন্ডলের সাংসদ পদ খারিজের জন্য দীর্ঘদিন ধরেই তৃণমূল চাপ দিয়ে আসছে। সম্প্রতি লোকসভার স্পিকার ওম প্রকাশের কাছে চিঠি দিয়েছে  তৃণমূল। আর তারপরেই সুনীল মন্ডলের কাছে লোকসভার সচিবালয় পক্ষ থেকে চিঠি গিয়েছে। সূত্রের খবর, ওই চিঠিতে বলা হয়েছে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কেন প্রয়োগ হবেনা, তা সংসদে উপস্থিত থেকে জানাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে তৃণমূল যে আবেদন করেছে তার শুনানিও শুরু হবে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সুনীল মণ্ডল এই মুহূর্তে চরম বিড়ম্বনায় পড়েছেন। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে সুনীল মণ্ডলের পক্ষে সাংসদ পদ বাঁচানো কঠিন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বেসুরো হবার কারণে বিজেপির পক্ষ থেকে তাঁর পাশে কেউ নেই। এই অবস্থায় তিনি একমাত্র মুকুল রায়কেই সাহায্যকর্তা মনে করে তাঁর কাছে ছুটে গিয়েছিলেন। কিন্তু খুব সম্ভবত মুকুল রায় দল যে তাঁকে এই মুহূর্তে ঢোকার রাস্তা দেবেনা সে কথাই জানিয়ে দিয়েছেন।

তবে তৃণমূলের একটি সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, সম্ভবত মুকুল রায় বিষয়টি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। তবে সুনীল মণ্ডল তাঁর সাংসদ পদ বাঁচানোর কথাই চিন্তা করছেন। আর সেক্ষেত্রে তা একমাত্র সম্ভব তৃণমূলের হস্তক্ষেপে। কিন্তু তৃণমূল সুনীল মণ্ডল এর ক্ষেত্রে এখনো পর্যন্ত যথেষ্ট বিরূপ মনোভাব বজায় রেখেছে তাই মুকুল রায় বললেও কতটা কাজ হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের আপাতত সুনীল মন্ডলের সাংসদ পদ থাকবে না যাবে সেটাই এখন লক্ষণীয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!