এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অর্জুন সিংহ? বাড়ছে জল্পনা!

সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অর্জুন সিংহ? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। স্বভাবতই বিরোধী আসন দখল করা বিজেপি নেতা কর্মীদের মনে তৈরি হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের পাশে দাড়াতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তবে বেশকিছু ক্ষেত্রে নেতৃত্বের দুর্বল মনোভাব সামনে উঠে আসতে শুরু করেছে। আর এমত একটা পরিস্থিতিতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে না পারলে ইস্তফা দেওয়া উচিত বলে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। যে মন্তব্যকে কেন্দ্র করে এবার ব্যাপক চর্চা তৈরি হয়েছে।

বলা বাহুল্য, রাজনৈতিক অশান্তির ঘটনায় খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায় ভাটপাড়া, জগদ্দল সহ বিভিন্ন এলাকাকে। অর্জুন সিংহ তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সেখানকার উত্তেজনা আরও বেড়েছে। লোকসভা নির্বাচনের পরবর্তী সময় এই এলাকা উত্তপ্ত হতে শুরু করেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃনমূল জয়লাভ করার পরেই আবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে জনপ্রতিনিধি হিসেবে নিজেদের দায়িত্বের কথা তুলে ধরে কার্যত ইঙ্গিতবাহী মন্তব্য করলেন অর্জুন সিংহ। এদিন তিনি বলেন, “এতজন জনপ্রতিনিধি আছে আমাদের দলে। এরপরও যদি মানুষকে নিরাপত্তা না দিতে পারি, তাহলে ইস্তফা দেওয়া উচিত। এই রাজ্যে গনতন্ত্র নেই। চারিদিকে সন্ত্রাস চলছে।” আর দায়িত্বের কথা তুলে ধরে বিজেপি সাংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে

একাংশ বলছেন, বিজেপি এবার ক্ষমতায় আসবে বলে ধরে নিয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। কোনোরকমে বিরোধী দলের জায়গা দখল করেছে বিজেপি। তবে এরপর থেকেই বিজেপি নেতা কর্মীদের ওপর হামলা হচ্ছে বলে খবর আসছে। তাই অর্জুন সিংহ এই কথা বলে নীচুতলার কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।পাশাপাশি উপরতলার নেতারা যাতে এখন থেকেই নীচুতলার বিপদে পড়া কর্মীদের পাশে থাকেন, সেই কথাই পরোক্ষে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন এই বিজেপি সাংসদ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!