এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংসদ ভবনে ধর্না দিয়ে তৃণমূলের হাতেই হাতিয়ার তুলে দিলেন দিলীপ! অস্বস্তি তুঙ্গে!

সংসদ ভবনে ধর্না দিয়ে তৃণমূলের হাতেই হাতিয়ার তুলে দিলেন দিলীপ! অস্বস্তি তুঙ্গে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে যখন বাংলা দখল করার জন্য লাগাতার চেষ্টা চালানো হয়েছিল, তখন বিজেপিকে “বাংলা বিরোধী” দল বলে আখ্যায়িত করেছিল তৃণমূল কংগ্রেস‌। বারবার ঘাসফুল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। এক্ষেত্রে বাংলা নিয়ে বারবার বিজেপি নেতাদের বিভিন্ন বিভ্রান্তিমূলক শব্দপ্রয়োগকে ঘিরে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে সোচ্চার হতে শুরু করেছিল। আর এবার লোকসভা অধিবেশনের শেষ দিনে যখন বিজেপির বাংলার সাংসদরা একত্রিত হয়ে গান্ধীমূর্তির পাদদেশে বাংলার বিভিন্ন বিষয় তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলেন, তখন তৃণমূলের হাতেই চলে এলো বাড়তি হাতিয়ার।

যেখানে বিজেপি সাংসদদের হাতে থাকা পোস্টারে কন্যাশ্রী শব্দের বানান ভুল নিয়ে রীতিমতো ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করতে শুরু করেছে ঘাসফুল শিবির। যেখানে দেখা যাচ্ছে, বাংলার মহিলারা নির্যাতিত, এই কথা তুলে ধরে বিজেপির পক্ষ থেকে স্লোগান তোলা হচ্ছে। আর এই ধরনাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে, সেখানে “কন্যাশ্রী” শব্দের বানান ভুল থাকতে দেখা গেল। আর এর ফলেই বিজেপির পক্ষ থেকে এই ধর্নার মধ্যে দিয়ে তৃণমূলকে চাপে ফেলা তো দূরের কথা, উল্টে বিজেপিকেই বাংলা বানান ভুলের জন্য এখন তৃণমূলের কটাক্ষের মুখে পড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন বিজেপির পক্ষ থেকে একাধিক ইস্যুতে বাংলার সাংসদরা সংসদ ভবনের সামনে তৃণমূলের বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করেন। আর সেখানেই দিলীপ ঘোষের হাতে থাকা প্ল্যাকার্ড নিয়ে প্রশ্ন ওঠে। যেখানে দেখা যায়, দিলীপ ঘোষের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে, সেখানে “কন্যাশ্রী” শব্দ ভুল রয়েছে। প্ল্যাকার্ডে থাকা বানানে লেখা রয়েছে, “কন্নাশ্রী।” আর এর ফলেই সোচ্চার হতে শুরু করে তৃণমূল কংগ্রেস। যারা বাংলার সংস্কৃতি জানে না, তারা এভাবে একটি গ্রহণযোগ্য প্রকল্পকে কেন অপমান করছেন, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় বিজেপির উদ্দেশ্যে।

ইতিমধ্যেই এই গোটা বিষয়টিকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “আমি দিলীপবাবুকে বলব, তিনি যেখান থেকে প্ল্যাকার্ড বানিয়ে নিচ্ছেন, সেখানে যেন ভালো করে বলে দেন যে, এইভাবে যেন তার বানান বিকৃত করা না হয়। কন্যাশ্রী প্রকল্পকে ওনারা স্বীকৃতি নাই দিতে পারেন। কিন্তু তা বিশ্বে সমাদৃত। তাই এই ধরনের প্রকল্পের অপমান করা উচিত নয়।” বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে বাংলা বিরোধী দল বলার কারণে বিধানসভা নির্বাচনে অনেকটাই হোঁচট খেয়েছে ভারতীয় জনতা পার্টি।

কিন্তু তারপরেও বিজেপির পক্ষ থেকে এই ধরনের বাংলার বানান ভুল হবে, তা সত্যিই অনেকে কল্পনা করতে পারেননি। যার জেরে সংসদ ভবনের সামনে বিজেপির পক্ষ থেকে বাংলার একাধিক বিষয় নিয়ে সাংসদরা বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার চেষ্টা করলেও, এই বানান বিভ্রাটের জন্য ভারতীয় জনতা পার্টির বাংলার সাংসদরা প্রশ্নের মুখে পড়ে গেলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!