এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সাংসদদের ওপর ভরসা নেই তৃণমূলের” হঠাৎ কেন এমন বললেন শুভেন্দু!

“সাংসদদের ওপর ভরসা নেই তৃণমূলের” হঠাৎ কেন এমন বললেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাষ্ট্রপতি নির্বাচনে যখন সমস্ত সাংসদরা দিল্লিতে গিয়ে ভোট দিচ্ছেন, তখন ব্যতিক্রম দেখা গেল বাংলার তৃণমূল সাংসদদের। যেখানে বাংলার তৃণমূল সাংসদরা রাজ্য বিধানসভায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন। স্বভাবতই এই বিষয় নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে নিজের দলের সাংসদের ওপরেই ভরসা নেই তৃণমূল কংগ্রেসের বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূলের সংসদরা এখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সাংসদদের প্রতি দলের ভরসা নেই বলেই তারা এখানে ভোটদান করেছেন। তৃণমূল কাউকেই ভরসা করে না।” অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত তৃণমূলের জনপ্রতিনিধিদের ওপর দলেরই ভরসা নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!