এখন পড়ছেন
হোম > জাতীয় > স্যানিটাইজারে আছে অ্যালকোহোল! অপবিত্র হওয়ার ভয়ে ব্যবহার নিষিদ্ধ করল মন্দির থেকে দরগা!

স্যানিটাইজারে আছে অ্যালকোহোল! অপবিত্র হওয়ার ভয়ে ব্যবহার নিষিদ্ধ করল মন্দির থেকে দরগা!


দেশজুড়ে করোনার গতি এত তাড়াতাড়ি ছড়িয়েছে, যে বর্তমানে করোনা মারাত্মক ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতবর্ষে। করোনার নামেই এখন চরম আতঙ্ক ভারতবাসীর। সংক্রমণ এড়াতে অবশ্য লকডাউন চলছিলো এতদিন ধরে। তবে এবার আনলক ওয়ান কার্যকর হওয়ার পথে। এই পরিস্থিতিতে দেশজুড়ে ধর্মস্থানগুলি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু সেক্ষেত্রে সাবধানতা মেনে চলতে হবে বলে নির্দেশও জারী করা হয়েছে। কিন্তু ধর্মস্থান খুলতে গেলেও এবার উঠেছে অন্য একটি প্রশ্ন।

করোনার শুরু থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করার জন্য। একমাত্র অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করলেই করোনার জীবাণু কিছুটা দূরে থাকবে। আর এই প্রসঙ্গেই মন্দির মসজিদ এবার এক হয়ে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার এর বিরোধিতা শুরু করলেন। শুধুমাত্র অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করবেন না বলে কিছুদিন আগে নির্দেশ দেওয়া সত্ত্বেও মথুরা, বৃন্দাবনের একাধিক মন্দির এখনো বন্ধ রয়েছে। কারণ মন্দির কর্তৃপক্ষের দাবি, মন্দিরের স্থান অপবিত্র হবে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করলে।

এই একই কথার রেশ শোনা গেছে উত্তর প্রদেশের আলা হজরত দরগার তরফ থেকেও। তাদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, মসজিদ চত্বরে যদি কেউ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করেন, তাহলে মসজিদ অপবিত্র হবে। কারণ ইসলামে কঠোরভাবে অ্যালকোহলের ব্যবহার নিষিদ্ধ। আলা হাজরত দরগার সুন্নি মারকাজ দারুল ইফতা’র মুফতি নাসটার ফারুকি বুধবার জানান, যেখানে আল্লাহর উপাসনা করা হয়, সেই জায়গাটা কোন মতেই অপবিত্র করা যাবেনা। কারণ অপবিত্র জায়গায় কখনো নামাজ পড়া যায় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই সমগ্র মসজিদের ইমামদের এবং মসজিদ কমিটিগুলিকে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে বারণ করার কথা বলা হচ্ছে। বদলে সাবান, ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু ব্যবহার করার কথা উল্লেখ করা হচ্ছে। গত 8 জুন থেকে ধর্মীয় স্থানগুলি খুলে দেবার কথা। কিন্তু মথুরা বৃন্দাবনের একাধিক মন্দির যেমন অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করবেন না বলে মন্দির বন্ধ রাখছে, ঠিক সেভাবেই মসজিদ কর্তৃপক্ষও অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করবেন না বলেই মসজিদ খোলার পক্ষপাতি নন।

যদিও সামাজিক দূরত্ব বজায় রাখতে মন্দির ও মসজিদ কর্তৃপক্ষ যে ইচ্ছুক তা জানা গেছে। অন্যদিকে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহারের পক্ষেই মত বিশেষজ্ঞদের, চিকিৎসকদের। তাঁদের মতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারে এমন কিছু যৌগ পদার্থ থাকে যা করোনার জীবাণুকে দূরে রাখে। কিন্তু অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার নিয়ে এ ধরনের বিতর্ক যে হবে সে কথা বোধহয় সরকারও ভাবেননি বলে মত বিশেষজ্ঞদের। তবে বিকল্প হিসেবে সাবান-শ্যাম্পু বা ডিটারজেন্ট ব্যবহার করা যেতে পারে বলে অনেকেই দাবি করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!