এখন পড়ছেন
হোম > অন্যান্য > আশঙ্কা বাড়িয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ

আশঙ্কা বাড়িয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর এরকম সময়েই দেশজুড়ে শুরু হয়েছিল করোনার সংক্রমণ। তবে চলতি বছরের শুরু থেকেই অনেকটা লাগাম পরানো গিয়েছিলো করোনার সংক্রমণে, শুরু হয়েছিল টিকাকরণ। কিন্তু সম্প্রতি করোনা সংক্রমণ আবার তীব্র ভাবে বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি মানুষ।

মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে সংক্রমণ বাড়ছে দিল্লি, গুজরাটের মত স্থানেও। সম্প্রতি দিল্লিতে তীব্রভাবে বাড়ছে করোনার সংক্রমণ। এর সঙ্গে সঙ্গেই করোনা সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গতে। নির্বাচনের প্রাক্কালে যেভাবে রাজ্যে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ, তাতে উদ্বেগ বাড়ছে প্রশাসন ও স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৪৬ জন মানুষ।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ১৯৭ জন মানুষের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২২ হাজার ৯৫৬ জন। সম্প্রতি, দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১ কোটি ১৫ লক্ষ ৯৯ হাজার ১৩০ জন। করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি চিকিৎসাধীন আছেন ৩ লক্ষ ৯ হাজার ৮৭ জন। করোনা জয় করেছেন ১ কোটি ১১ লক্ষ ৩০ হাজার ২৮৮ জন। অন্যদিকে, করোনায় মৃত্যু ঘটেছে ১ লক্ষ ৫৯ হাজার ৭৫৫ জনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এখনো পর্যন্ত দেশের মোট ৪ কোটি ৪৬ লক্ষ ৩ হাজার ৮৪১ জনকে দেয়া হয়েছে করোনার ভ্যাকসিন। প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও, মানুষের মধ্যে সচেতনতা তেমন একটা দেখা যাচ্ছেনা। আনলক পর্ব থেকেই সবকিছু ঢিলেঢালা হতে শুরু করেছিল, এখন সব তলানিতে। দেখা যাচ্ছে অবাধে জনসমাগম, মাস্ক, স্যানিটাইজার ব্যবহারে অনীহা। ফলে বাড়ছে করোনার সংক্রমণ। এ বিষয়ে বক্তব্য রেখেছেন নীতি আয়োগের সদস্য ড ভিকে পল।

নীতি আয়োগের সদস্য ড ভিকে পল দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে বিয়ে বাড়ি ও অন্যান্য অনুষ্ঠান বাড়িকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন, বিয়ে বাড়ি ও একাধিক অনুষ্ঠান বাড়িতে নামছে মানুষের ঢল। মাস্ক ব্যবহার খুব একটা দেখা যাচ্ছেনা। স্বাস্থ্য বিধী মান্য করা হচ্ছে না। স্যানিটাইজার ব্যবহারও সেভাবে দেখা যাচ্ছে না। এর ফলে দেশে বাড়ছে করোনার সংক্রমণ।

আবার দেশের অধিকাংশ করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে কোন উপসর্গ নেই। এ কারণেই আরো বাড়ছে সংক্রমণ। সম্প্রতি মহারাষ্ট্র সরকার এক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। জানানো হয়েছে যে, পথচলতি যে কোন মানুষকে যে কোন সময় করোনার পরীক্ষা করানো হবে। এমনকি, তার সম্মতি না থাকলেও বাধ্যতামূলকভাবে তাকে করোনার পরীক্ষা করানো হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!