এখন পড়ছেন
হোম > অন্যান্য > হঠাৎ কি হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের? হাসপাতালে ছুটে গেলেন কেন মমতা ব্যানার্জি? জানুন বিস্তারে

হঠাৎ কি হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের? হাসপাতালে ছুটে গেলেন কেন মমতা ব্যানার্জি? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভালো নেই বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত হওয়ায় গত 6 অক্টোবর হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু করোনার পাশাপাশি অন্য বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। যার ফলে উদ্বেগ বেড়ে গেছে চিকিৎসকদের। অন্যদিকে বয়সজনিত কারণ তো আছেই যা বাধা হয়ে দাঁড়াচ্ছে অভিনেতার সুস্থতার পথে। সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এ ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই প্রোস্টেট ক্যান্সারের রোগী বলে জানা গেছে।

সব মিলিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যাবেন। সৌমিত্র চট্টোপাধ্যায় এতদিন পর্যন্ত বাইপ্যাপ ভেন্টিলেশনে ছিলেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় এবার তাঁকে ইনটেনসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার হাসপাতালের তরফ থেকে চিকিৎসকদের তরফ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে নবান্নের তরফ থেকে বলা হয়েছে, রাজ্য সরকার সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে। জানা গেছে, বর্ষীয়ান অভিনেতার শরীরে অক্সিজেনের যেমন যথেষ্ট ঘাটতি রয়েছে, একই সাথে তাঁর শরীরে বেড়ে চলেছে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসকরা। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও আচ্ছন্ন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা মোটেই ভালো নেই। গত 6 অক্টোবর থেকে টানা সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা চিকিৎসার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে প্লাজমা থেরাপি চালানো হয়েছে বলে জানা গেছে। তাতে করোনা পরিস্থিতির উন্নতি হলেও তাঁর শরীরের অন্যান্য রোগের প্রভাব যথেষ্ট বেড়ে গেছে। যা চিন্তা বাড়িয়েছে সবার। অন্যদিকে শারীরিক অস্থিরতাও চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। একই সাথে বর্ষীয়ান অভিনেতার শরীরের অন্যান্য সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে। যদিও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সোমবার এমআরআই করা হয়। কিন্তু তাতে কোন জটিল সমস্যা মেলেনি বলে খবর।

জানা যাচ্ছে, 15 জন চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড সর্বক্ষণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা নতুন করে জ্বরে আক্রান্ত হওয়ায় চিকিৎসকদের চিন্তা আবার বেড়ে গেছে। অন্যদিকে জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে হাসপাতালে ফোন করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের খবর নিচ্ছেন। আপামর রাজ্যবাসী এই মুহূর্তে সত্যজিতের ফেলুদা তথা কিংবদন্তী অভিনেতার সুস্থ হওয়ার খবর শোনার আশায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!