এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শঙ্খ ঘোষের লোকান্তর, বাংলা সাহিত্যের ইন্দ্রপতন, কি প্রতিক্রিয়া বিশিষ্টদের?

শঙ্খ ঘোষের লোকান্তর, বাংলা সাহিত্যের ইন্দ্রপতন, কি প্রতিক্রিয়া বিশিষ্টদের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলে গেলেন কবি শঙ্খ ঘোষ। কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন কবি জয় গোস্বামী। জয় গোস্বামী জানালেন, এক মহা বট বৃক্ষের পতন হলো। শঙ্খ ঘোষ ছিলেন জাতির বিবেক। তাঁর মৃত্যুতে আজ খুবই অসহায় বোধ করছেন। জয় গোস্বামী জানালেন, ৪৫ বছরের যোগাযোগ ছিল তাঁর সঙ্গে শঙ্খ ঘোষের। তাঁর কবিতা থেকে অনেকে অনুপ্রাণিত হয়েছেন। তিনি কি হারালেন? সেটা তিনিই জানেন। বাংলা সাহিত্য জগৎ কি হারালো? সেটা বাংলা সাহিত্যই জানে।

কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করলেন সাহিত্য সাধক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানালেন, মাথার উপর থেকে ছাদ চলে গেছে। তাঁর মনটা অত্যন্ত খারাপ। কিছুদিন আগে তিনি ফোন করেছিলেন কবিকে। কবির মেয়ে ফোন ধরে ছিলেন। কবি ফোন ধরতেন না। কবি কেমন আছেন? সেটাই জানতে চান শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কবিকে নিয়ে একটা আশঙ্কা ও দুশ্চিন্তা তাঁর মধ্যে ছিল। এত বয়সে করোনা, ফুসফুসের অসুখ, শেষমেষ এই আশংকাই আজ সত্যি প্রমাণিত হলো।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরো জানালেন যে, শঙ্খ ঘোষের দুটি জিনিস সতেজ ছিল। একটা হল স্মৃতি, আর অপরটি মনোবল। এ দুটি তাঁর অটুট ছিল। যা তিনি বহু দিন ধরে দেখেছেন। কখনো মেজাজ হারাতেন না শঙ্খ ঘোষ। তিনি ছিলেন মৃদুভাষী। এত পুরস্কার তিনি পেয়েছেন, কিন্তু সামান্য অহংকার তাঁকে স্পর্শ করতে পারেনি। দেখা হলে অত্যন্ত খুশি হতেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানালেন, শঙ্খ ঘোষের মৃত্যুতে একটা যুগের অবসান হলো। তিনি তাঁর ছাত্র ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে তাঁর কাছে তিনি পড়েছেন, ক্লাস করেছেন। তিনি তার শিক্ষক ছিলেন। কবির শান্ত কণ্ঠস্বর, মৃদুভাষণ, ব্যক্তিত্ব তাকে আকৃষ্ট করেছিল। তাঁর কবিতার মধ্য দিয়ে মন্ত্রীর কৈশোর, যৌবন কেটেছে। শঙ্খ ঘোষ তাঁদের মধ্যে ছিলেন, আছেন ও থাকবেন।

কৌশিক সেন জানালেন, শঙ্খ ঘোষের মৃত্যুতে বিরাট ক্ষতি হয়েছে। শঙ্খ ঘোষের চলে যাওয়া সত্যিই বড় ক্ষতি। আক্ষরিক অর্থে এক অপূরণীয় ক্ষতি হলো। অন্যদিকে তাঁর মৃত্যু সংবাদ শুনেই কবির বাড়িতে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। বালুরঘাটের সভা থেকে কবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে তিনি এ বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন। তবে, জানা যাচ্ছে কবির পরিবার আড়ম্বরহীন শেষকৃত্য চেয়েছেন। নিমতলা শ্মশানে নীরবে কবিকে বিদায় জানানো হবে। নীরবে কবির শেষকৃত্য সম্পন্ন করতে ইচ্ছুক তাঁর পরিবার বর্গ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!