এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংখ্যালঘু-রাজবংশী ভোট নিজেদের দিকে টেনে বিজেপির ঘুম ওড়াতে মমতার দুই মহা পরিকল্পনার সমীকরন!

সংখ্যালঘু-রাজবংশী ভোট নিজেদের দিকে টেনে বিজেপির ঘুম ওড়াতে মমতার দুই মহা পরিকল্পনার সমীকরন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বৃহস্পতিবার দলের বৈঠকে ব্যাপক সাংগঠনিক পরিবর্তন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই উদ্যোগ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সংগঠনের আমূল পরিবর্তন এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দোপাধ্যায়ের এদিনের সাংগঠনিক পরিবর্তনে যেমন সংখ্যালঘুদের ভোটের দিকে নজর ছিল, ঠিক তেমনই রাজবংশীদের সমর্থন যাতে তৃণমূলের দিকেই থাকে, তার দিকেও নজর রেখেছিলেন তৃণমূল নেত্রী। আর তাকেই হাতিয়ার করে এবার উত্তর দিনাজপুর জেলার সংগঠনে ব্যাপক পরিবর্তন আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

জানা গেছে, উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের যুগ্ম কো অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হল করনদিঘীর তৃণমূল বিধায়ক মনোদেব সিংহকে। অন্যদিকে রাজ্য তৃণমূলের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। একইভাবে উত্তর দিনাজপুর জেলা যুব তৃনমূলের দায়িত্বে আবার গৌতম পালকে পুনরায় নিয়োগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার 35% রাজবংশ এবং 40% সংখ্যালঘু ভোটার রয়েছেন। মনোদেব সিংহকে জেলার কো অর্ডিনেটরের দায়িত্ব দেওয়ার পেছনে রাজবংশী ভোটারদের মন জয় করার অন্যতম উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইভাবে সংখ্যালঘু মুখ হিসেবে পরিচিত আব্দুল করিম চৌধুরীকে দলের রাজ্য কমিটির সহ-সভাপতি দায়িত্ব দিয়ে জেলার সংখ্যালঘু ভোটব্যাংককে নিজেদের দিকে টানতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার টিম গঠন করেছেন। বেশকিছু জেলার সভাপতি যেমন পরিবর্তন করেছেন, ঠিক তেমনই বেশ কিছু জেলা থেকে সম্প্রদায় মোতাবেক মুখ নিয়ে রাজ্যে তাদের গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছেন।

অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় একদিকে সংখ্যালঘু মুখ আব্দুল করিম চৌধুরী এবং অন্যদিকে রাজবংশী মুখ মনোদেব সিংহকে গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দুই সম্প্রদায়ের ভোট আরও বেশি করে পাওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন জেলার মানচিত্রের উপর ভরসা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের ক্ষেত্রে এরুপ সিদ্ধান্ত নেওয়ায় তা কতটা ফলপ্রসু হয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!