সংখ্যালঘু ভোট পেতে মরিয়া বিজেপি, মন পেতে অনুন্নয়নকে সঙ্গী করে আক্রমণ দিলীপের নদীয়া-২৪ পরগনা বিজেপি রাজনীতি রাজ্য January 22, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই দেখা গেছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় রাজনৈতিক ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করেছে। তাই রাজ্যের মসনদে যারাই আসুক না কেন, তাঁরাই এই সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে নিজেদের এক্তিয়ারে নেবার চেষ্টা চালায়। যথারীতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অন্যতম শক্তি হল সংখ্যালঘু ভোট ব্যাংক। কিন্তু এবার একুশের বিধানসভা নির্বাচনে বিভিন্ন ঘটনার পরিপ্রক্ষিতে দেখা যাচ্ছে, রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাংকে কিন্তু চিড় ধরতে পারে। ইতিমধ্যে রাজ্যে আব্বাস সিদ্দিকীর দল এবং আসাদউদ্দিন ওয়েইসির মিম রাজ্যের সংখ্যালঘু ভোটগুলিকে তাক করে বসে আছে। পাশাপাশি গেরুয়া শিবির তো আছেই। সেই সূত্রেই এবার তৃণমূল নেত্রীকে দিলীপ ঘোষ করলেন তীব্র আক্রমণ। প্রসঙ্গত রাজনৈতিক মহলের মতে, গেরুয়া শিবির বরাবরই মেরুকরণের রাজনীতি করে এসেছে। কিন্তু রাজ্যে শুধুমাত্র হিন্দুদের ওপর নির্ভর করে বাংলার মসনদ দখল যে কিছুটা অসম্ভব সে কথা ভালই বুঝেছে গেরুয়া শিবিরের নেতারা। আর তাই তাঁরাও এবার সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের দিকে টানতে মরিয়া। সেই সূত্রেই এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কড়া আক্রমণ চালালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের ধামুয়ার সভা থেকে রাজ্য বিজেপি সভাপতি একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। পাশাপাশি তিনি কংগ্রেস এবং বাম শিবিরকেও আক্রমণ করেন। দিলীপ ঘোষের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিমদের জন্য যেরকম ব্যাপক উন্নয়ন হয়েছে, এই রাজ্যে সেরকম কিছুই হয়নি। শুধুমাত্র ভোটার তালিকাতেই রাজ্যের মুসলিমদের স্থান হয়েছে। অন্যদিকে দিলীপ ঘোষ এদিন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে উন্নয়নের বার্তা দিয়েছেন। সুযোগ চেয়েছেন তাঁদের জন্য কাজ করার। পাশাপাশি দিলীপ ঘোষ জানিয়েছেন, হিন্দু-মুসলিমদের সমান অধিকার আর সে কথাই গেরুয়া শিবির বিশ্বাস করে। প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনার মগরাহাট মূলত সংখ্যালঘু প্রভাবিত এলাকা। আর তাই এই এলাকার সংখ্যালঘু ভোট টানতে বার্তা রাজ্য বিজেপি সভাপতির। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন তিনি অভিযোগ করেন, ভয় দেখিয়ে সংখ্যালঘুদের বিজেপি থেকে আলাদা রাখা হয়েছে এতদিন। এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে একের পর এক প্রতিশ্রুতি দেন এদিন রাজ্য বিজেপি সভাপতি। অন্যদিকে আব্বাস সিদ্দিকীর নতুন দল নিয়েও দিলীপ ঘোষ এদিন জানান, প্রত্যেকের স্বাধীনতা আছে নির্বাচনে লড়াই করার। তিনি তৃণমূল নেত্রীকে তীব্র কটাক্ষ করে বলেন ‘দিদির হার্ট বিট বেড়ে গিয়েছে।’ পাশাপাশি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে জেপি নাড্ডার কনভয় হামলার প্রসঙ্গে এদিন কড়া বার্তা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এদিন মন্তব্য করতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তোলেন। এবং বলেন রাজীব বন্দ্যোপাধ্যায় কাজ করতে পারছিলেন না তাই তিনি ক্ষেপে গিয়েছেন। অন্যদিকে যারা তৃণমূল ছেড়ে চলে আসছেন, তাঁরা অত্যাচারের সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি। বিশেষজ্ঞদের মতে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যেভাবে আজকে সংখ্যালঘু ভোট টানার উদ্দেশ্যে বক্তব্য রাখলেন, তাতে স্পষ্ট রাজ্য সংখ্যালঘু ভোটব্যাংকে থাবা বসাতে চাইছে বিজেপি। তবে সেক্ষেত্রে মনে করা হচ্ছে, কাজটা এত সহজ হবেনা। কারণ, প্রথম থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের গেরুয়া শিবিরের প্রতি একটা অবিশ্বাস তৈরি হয়েছে দেশ জোড়া বিভিন্ন কর্মকাণ্ডের জেরে। অন্যদিকে এ রাজ্যে তৃণমূল প্রশাসনের ছত্রছায়ায় সংখ্যালঘু সম্প্রদায় এতদিন পর্যন্ত তৃণমূলকে ভোট দিয়ে এসেছেন। সুতরাং ভোট দিলে হয় নিজেদের সম্প্রদায়ের কেউ কিংবা তৃণমূল- এর বাইরে ভোট যাবেনা বলেই মত বিশেষজ্ঞদের। আপনার মতামত জানান -