এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংখ্যাতত্ত্বের খেলায় তৃণমূলকে ব্যাপক ভোটে জয়যুক্ত করলেন মদন মিত্র, ‘খেলা’ জমছে

সংখ্যাতত্ত্বের খেলায় তৃণমূলকে ব্যাপক ভোটে জয়যুক্ত করলেন মদন মিত্র, ‘খেলা’ জমছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের ভোট যত এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে রাজনৈতিক উত্তাপ। বাংলার মসনদ দখল করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল-বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। সেক্ষেত্রে লড়াইয়ের ময়দানে অস্ত্রে শান দিচ্ছে নির্দিষ্ট দলগুলির রথী-মহারথীরা। এই লড়াই কে জিতবে তাই নিয়ে সাধারণ মানুষের সামনে বিভিন্ন কাজের খতিয়ান ধরে তুলে ধরে প্রত্যেকটি রাজনৈতিক দল দাবি করছে যে তাঁরাই এবার ক্ষমতা দখল করবে। সে ক্ষেত্রে ভোটের ফলাফল কি হবে, তা বোঝা যাবে ভোট বাক্স খোলার পরেই।

কিন্তু এখন থেকেই তৃণমূল নেতা মদন মিত্র যেভাবে জানিয়ে দিলেন একুশের ভোটে তৃণমূল কত আসন দখল করবে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই মদন মিত্র প্রকাশ্য সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে গেরুয়া শিবিরকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন- এক থেকে দেড় লাখ ভোটে তৃণমূল নেত্রী জিতবেন। কথা না মিললে তিনি হাতের পাঞ্জা কেটে দেবেন বলেও সুর চড়িয়েছিলেন। পাশাপাশি এবার আরও একবার মদন মিত্র জানিয়ে দিলেন, 2021 এর ভোটে তৃণমূল কয়টি আসন দখল করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নোয়াপাড়া থেকে মদন মিত্র জানিয়েছেন, তৃণমূল শিবির 294 টি আসনের মধ্যে 221 টি আসনের দখল পাবে। অবশ্য তিনি যে নিজের সংখ্যাতত্ত্বের ওপর ভরসা রেখে এই দাবি করছেন সে কথাও জানান। তবে বুধবার মদন মিত্র ভাঙরের ময়দান থেকে স্পষ্ট করে জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা নির্বাচনে 294 টি আসনের মধ্যে আড়াইশোটি আসন অবশ্যই দখল করবে। এদিন ভাঙড় থেকে দাঁড়িয়ে মদন মিত্র জানিয়ে দেন, মিমি চক্রবর্তী ওই এলাকা থেকে 1 লাখ 10 হাজার ভোটে লোকসভা নির্বাচনে জিতেছিলেন।

সেক্ষেত্রে মিমি বিধানসভায় ভোটে প্রায় দেড় লাখ ভোটে জিতবেন বলেই আশা করা যায়। নোয়াপাড়া থেকে ভাঙড়- সব জায়গাতেই মদন মিত্র জোরদার প্রচার চালাচ্ছেন তৃণমূলের হয়ে। এবং জানিয়ে দিচ্ছেন একুশের বিধানসভা নির্বাচনে জেতার জন্য যা যা প্রয়োজন তাই তাই করা হবে দলের পক্ষ থেকে। তবে বিশেষজ্ঞদের মতে, এহেন সংখ্যাতত্ত্ব কতদূর কাজ করবে তা নিয়ে সন্দেহ থেকে যায়। বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে লড়াই যে বাংলার বুকে জমে উঠেছে, সে কথা এক বাক্যে মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!