এখন পড়ছেন
হোম > জাতীয় > “সংক্রমণ বৃদ্ধি নিয়ে মাদ্রাজ হাইকোর্ট যে পর্যবেক্ষণ জানিয়েছিল, তা সংবাদমাধ্যমে আরও রঙ চড়িয়ে বলা হয়েছে।” – অভিযোগ কমিশনের

“সংক্রমণ বৃদ্ধি নিয়ে মাদ্রাজ হাইকোর্ট যে পর্যবেক্ষণ জানিয়েছিল, তা সংবাদমাধ্যমে আরও রঙ চড়িয়ে বলা হয়েছে।” – অভিযোগ কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে নির্বাচনের সপ্তম দফার দিনে এক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখতে দেখা গিয়েছিল মাদ্রাজ হাইকোর্টকে। মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছিল নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলার হুঁশিয়ারি পর্যন্ত দেয়া হয়েছিল। আর এই বিষয়কে গণমাধ্যমে বারবার পরিবেশন করা হয়েছিল। এবার এ বিষয়ে ইতি টানার আর্জি জানালো নির্বাচন কমিশন।

আজ মাদ্রাজ হাইকোর্টে এক পিটিশন দাখিল করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যেখানে জানানো হয়েছে যে, করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত নিয়ে মাদ্রাজ হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিল, তা সংবাদ মাধ্যমে আরও অতিরঞ্জিত করে বলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত এই ধরনের রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে নষ্ট করেছে। স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচনকে পরিচালনা করা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, জনৈক তৃণমূল প্রার্থীর করোনায় মৃত্যু ঘটার পর তাঁর স্ত্রী নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তিনি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছেন। আর এ বিষয়েও ফলাও করে প্রচার চালায় বেশ কিছু মিডিয়া। এ বিষয়টিও মাদ্রাজ হাইকোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, লিখিত রেকর্ড ছাড়া আদালতের বিচার প্রক্রিয়ার কোন অংশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা একেবারেই অনুচিত।

প্রসঙ্গত, সেদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্ট যে বক্তব্য রেখেছিল, তা অতিরঞ্জিত করে, ফলাও করে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে একাধিক মহল থেকে। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন কমিশনকে দোষী সাব্যস্ত করা ও এর দ্বারা নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ পর্যন্ত উঠেছে একশ্রেণীর মিডিয়ার বিরুদ্ধে। তাই এবার এ বিষয়ে ইতি টানার বিশেষ আর্জি নির্বাচন কমিশনের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!