এখন পড়ছেন
হোম > অন্যান্য > সংক্ৰমণ এড়িয়ে করোনা রোগীদের খাবার-ওষুধ পৌঁছে দিতে নজিরবিহীন পদক্ষেপের পথে বিজেপি শাসিত রাজ্য

সংক্ৰমণ এড়িয়ে করোনা রোগীদের খাবার-ওষুধ পৌঁছে দিতে নজিরবিহীন পদক্ষেপের পথে বিজেপি শাসিত রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আক্রান্ত রোগীদের পরিষেবায় বিশেষ উদ্যোগ নিল অসম সরকার। অসমে করোনা আক্রান্তদের কাছে খাবার দাবার, ওষুধপত্র সহ সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এখন থেকে রোবটের মাধ্যমে পৌছে দেয়া হবে। রিমোটের মাধ্যমে পরিচালনা করা যাবে এই রোবট। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী সর্বদানন্দ সোনোয়াল অসম মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতে এই ধরনের দুটি অত্যাধুনিক রোবট তুলে দিলেন। যা দেশের কাছে নজির।

অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই রোবট দুটি রিমোটের দ্বারা পরিচালনা করা যাবে। এগুলি করোনা আক্রান্ত রোগীদের খাবার, ওষুধ সহ সমস্ত প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেবে। অসমের এক বেসরকারি সংস্থা এই রোবটগুলোর ডিজাইন করেছিল। এক্ষেত্রে রোটারি ফাউন্ডেশন ও রোটারি ইন্টারন্যাশনাল, ডিব্রুগড়ের রোটারি ক্লাব, ঢাকার রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল। অসমের মুখ্যমন্ত্রী সর্বদানন্দ সোনোয়াল জানালেন, এই রোবট দুটি করোনা আক্রান্তদের দেখাশুনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, অসমে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার। যাদের মধ্যে করোনা থেকে মুক্ত হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার মানুষ। করোনায় প্রাণ হারিয়েছেন ১০৭০ জন মানুষ। গত শনিবার করোনার ভ্যাকসিনেসনের শুরু হবার সময় অসমের মুখ্যমন্ত্রী সর্বদানন্দ সোনোয়াল রাজ্যর সমস্ত স্বাস্থকর্মী ও করোনার সঙ্গে লড়াইয়ে ফ্রন্ট লাইনারদের বিশেষ প্রশংসা করলেন। করোনা মোকাবিলায় তাঁদের অবদানকে কুর্নিশ জানালেন।

মুখ্যমন্ত্রী সর্বদানন্দ সোনোয়াল জানিয়েছেন যে, করোনা সংক্রমণ কালে যেভাবে স্বাস্থ্যকর্মীরা এই মহামারীর মোকাবিলা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে একাধিক সরকারি দপ্তর ও সংস্থাকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান যে, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত অভিযানের সূচনা করেছেন। প্রধানমন্ত্রীর এই অভিযান করোনা মহামারীর মোকাবিলায় বিশেষভাবে সহায়তা করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!