এখন পড়ছেন
হোম > জাতীয় > সংক্রমনের তৃতীয় তরঙ্গ নিয়ে কেন্দ্রকে সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

সংক্রমনের তৃতীয় তরঙ্গ নিয়ে কেন্দ্রকে সতর্কবার্তা সুপ্রিম কোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের এখন যা পরিস্থিতি চলছে তা হিমশৈলের চূড়া মাত্র, আগামী কিছুদিনের মধ্যে তা তীব্র আকার ধারণ করবে, এমনটাই বিশেষজ্ঞদের আশঙ্কা। আগামী কয়েক দিনের মধ্যে দেশের করোনা সংক্রমণ শীর্ষ স্থানে পৌঁছে যাবে, বাড়তে থাকবে মৃত্যুর হার। আগামী মাসের মাঝামাঝি থেকে অবস্থার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। করোনার তৃতীয় সংক্রমণ ইতিমধ্যেই দেশে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে যে, করোনার তৃতীয় তরঙ্গ থেকে দেশকে বাঁচাতে সমস্ত রকম প্রস্তুতি নিতে হবে। আজ থেকেই যদি প্রস্তুত হওয়া যায়, তবে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে। কেন্দ্রীয় সরকারকে অক্সিজেনের সরবরাহ বাড়ানো, বেড সংখ্যা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতি মোকাবিলা করতে স্বাস্থ্য কর্মীর সংখ্যা বাড়াতে হবে। এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ পিজি কোর্সে ভর্তির জন্য অপেক্ষারত পড়ুয়াদের চিকিৎসার কাজে লাগাবার চেষ্টা চালাতে হবে। দেড় লক্ষ চিকিৎসক রয়েছেন যারা মেডিকেল কোর্স শেষ করে ফেলেছেন। এর সঙ্গে আড়াই লক্ষ নার্স ঘরে বসে রয়েছেন। তাদেরকেও ব্যবহার করার সিদ্ধান্ত জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার তৃতীয় তরঙ্গ শিশুদের ওপর ব্যাপকভাবে আঘাত করবে। শিশুদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে শিশুর বাবা-মাও করোনা আক্রান্ত হবেন। এতেই করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করবে, সেই সঙ্গে বাড়বে মৃত্যুর মিছিল। ব্যাঙ্গালোরের একটি গবেষক দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১১ ই জুনের মধ্যে সারাদেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ্যের গণ্ডি অতিক্রম করে যাবে। বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস বারবার নিজের চেহারা বদলাচ্ছে, এ কারণে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!