এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সংক্রমনের ঊর্ধ্বগতি, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, রাজ্যে ফের রেকর্ড গড়লো করোনা

সংক্রমনের ঊর্ধ্বগতি, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, রাজ্যে ফের রেকর্ড গড়লো করোনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। পশ্চিমবঙ্গেও যার প্রভাব পড়েছে। ভোট মুখী পশ্চিমবঙ্গে প্রতিদিন বেপরোয়া ভাবে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। প্রতিদিন সংক্রমনের নতুন রেকর্ড গড়ছে করোনা। গত ২৪ ঘন্টায় রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ২০০০ এর গন্ডি অতিক্রম করেছে। তুলনায় করোনা থেকে দৈনিক সুস্থতার হার নিম্নগতি। গত ২৪ ঘন্টায় আশঙ্কাজনকভাবে করোনায় মৃত্যু হয়েছে রাজ্যের মোট ৭ জন মানুষের।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে জানা যাচ্ছে যে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০৫৮ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ৭ জনের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন মোট ৭২২ জন। অর্থাৎ করোনা আক্রান্তের তুলনায়, করোনা থেকে সুস্থতার হার যথেষ্ট কম রয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে নিয়ে। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮২ জন, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হলেন ৪৭২ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া উদ্বেগ বাড়ছে, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পারগনাকে নিয়েও। মালদা, দার্জিলিং সহ উত্তরবঙ্গেও বাড়ছে সংক্রমণ। সর্বত্র বেড়েই চলেছে করোনার সংক্রমণ। প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে সংক্রমনের মাত্রা। যার ফলে উদ্বেগ বাড়ছে চিকিৎসক, বিশেষজ্ঞ, প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের। নির্বাচনের কারণে ব্যাপক জনসমাগম থেকে করোনা ছড়িয়ে পড়ার যেমন আশঙ্কা রয়েছে, তেমনি রাজ্যবাসীর অসচেতনতাও করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি না মানা, ব্যাপক জনসমাগম আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। অনেকেই আশঙ্কা করছেন যে, ভোটপর্ব মিটে গেলে রাজ্যের করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!