এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সংরক্ষণের খসড়া তালিকা সামনে আসতেই উড়ছে ঘুম? এবারের ভোটে কপাল পুড়বে বহু হেভিওয়েটেরই?

সংরক্ষণের খসড়া তালিকা সামনে আসতেই উড়ছে ঘুম? এবারের ভোটে কপাল পুড়বে বহু হেভিওয়েটেরই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি শিলিগুড়িতে ত্রিস্তর পঞ্চায়েতের আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হয়েছে। আর সেই তালিকা দেখেই রীতিমত ঘুম উড়েছে প্রতিটি রাজনৈতিক দলের। জানা গেছে, নতুন এই তালিকা অনুসারে বর্তমান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি থেকে বিরোধী দলনেতা অনেকেই তাদের জেতা আসনে আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। স্বভাবতই এখন তীব্র গুঞ্জন তৈরি হয়েছে গোটা শিলিগুড়ি জুড়ে। প্রতিটি দলের জনপ্রতিনিধিরাই এখন কোন আসন সবথেকে বেশি নিরাপদ, তার ব্যাপারে সন্ধান শুরু করেছেন।

অর্থাৎ আবার যাতে ভোটে দাঁড়ানো যায়, তার জন্যই এখন নিজেদের মতো করে ঘুটি সাজাতে শুরু করেছেন তৃণমূল থেকে বাম, বিজেপি প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা। সূত্রের খবর, মঙ্গলবার দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা পরিষদের আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হয়। যেখানে বেশ কিছু আসনে পরিবর্তন আনা হয়। যেমন মহকুমা পরিষদের 2 এবং 6 নম্বর আসন এসসিদের জন্য, 3 এবং 9 নম্বর আসনটি মহিলাদের জন্য, 4 এবং 7 নম্বর আসন মহিলাদের জন্য, অন্যদিকে 1, 5 এবং 8 নম্বর আসন সর্বসাধারণের জন্য সংরক্ষিত করা হয়েছে। ফলে এই সমস্ত আসনে একসময় নির্বাচিত জনপ্রতিনিধিরা এখনতো সংরক্ষিত হয়ে যাওয়ায় রীতিমতো সংকটের মুখে পড়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার গত পঞ্চায়েত নির্বাচনে 4 নম্বর আসন থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু এবার সেটা মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় তিনি চরম সমস্যার মুখে পড়েছেন। একই অবস্থা খাদ্য কর্মাধ্যক্ষ ভবেশ ঘোষ থেকে শুরু করে পূর্ত কর্মাধ্যক্ষ ছোটন কিস্কু এবং তৃণমূলের বিরোধী দলনেতা কাজল ঘোষের। তাদের প্রতিটি আসন সংরক্ষিত হয়ে যাওয়ায় তারা এখন নিরাপদ আসন খুঁজে সেখানে দাঁড়ানোর জন্য উদ্যোগী হয়েছেন। জানা গেছে, এদিন মোট 22 টি গ্রাম পঞ্চায়েতের 464 টি এবং 4 টি পঞ্চায়েত সমিতির 66 টি আসনের খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছে।

যার দিকে তাকিয়ে ছিল গোটা রাজনৈতিক মহল। কিন্তু সেই খসড়া তালিকায় যেভাবে মহকুমা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে বিরোধী দলনেতার আসনে সংরক্ষণ হয়ে গেল, তাতে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি এবং খাদ্য কর্মাধ্যক্ষ বলেন, “এটা চূড়ান্ত তালিকা নয়। এটা খসড়া তালিকা। চূড়ান্ত তালিকায় অনেক পরিবর্তন হতে পারে। কাজেই এই ব্যাপারে যা বলার দল বলবে।” অন্যদিকে এই ব্যাপারে তৃণমূলের বিরোধী দলনেতা বলেন, “এই নিয়ে আমার কিছু বলার নেই। এখন যা করার দল করবে।” সব মিলিয়ে এবার গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!