এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সংস্কার না হলে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী, বঙ্গ বিজেপিকে নিয়ে অশনি সংকেত প্রাক্তন রাজ্য সভাপতির

সংস্কার না হলে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী, বঙ্গ বিজেপিকে নিয়ে অশনি সংকেত প্রাক্তন রাজ্য সভাপতির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সমস্ত শক্তিকে কাজে লাগিয়েও রাজ্যের বিধানসভা নির্বাচনে লক্ষ্যে পৌঁছতে পারেনি বিজেপি। লক্ষ্যের অনেক আগেই থমকে গেছে বিজেপির বিজয়রথ। তারপর থেকেই চলছে দলের ক্রমাগত ভাঙ্গন। দলের একের পর এক নেতা-কর্মী দল ছাড়ছেন। দলের কেন এমন অবস্থা হল? এবার সে প্রসঙ্গে জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। সেই সঙ্গে তিনি জানালেন, সংস্কার যদি না করা যায়, তবে রাজ্য বিজেপির অবলুপ্তি অবশ্যম্ভাবী। এভাবে দলের ভবিষ্যৎ নিয়ে অশনিসংকেত দিলেন তথাগত রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে একটি টুইট করেছেন তথাগত রায়। যে টুইটে তিনি জানিয়েছেন যে, বিজেপি শুভানুধ্যায়ীরা বলেছেন, টাকা ও নারী নিয়ে তাঁর যে অভিযোগ, তা প্রকাশ্যে নয়, দলের ভেতরে করা উচিত। কিন্তু তিনি সবিনয় জানাচ্ছেন যে, সে সময় পার হয়ে গেছে। বিজেপি তাঁকে যা ইচ্ছে, তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলনে যদি আমূল সংস্কার না করা যায়, তবে পশ্চিমবঙ্গে বিজেপি দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।

এভাবেই রাজ্য বিজেপির বিরুদ্ধে একটা বড়সড় অশনিসংকেত দিয়েছেন তথাগত রায়। প্রসঙ্গত দলের বিরুদ্ধে একেরপর এক বক্তব্য রেখেছেন তথাগত রায়। তবে দল তাঁর বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, যা তিনি বলছেন, তাঁর কাছে তার নিশ্চিত খবর আছে। নির্বাচনের টিকিট দেবার ব্যাপারে অর্থ ও নারী একটা বড় ভূমিকা পালন করেছে। সত্য কখনো চাপা থাকেনা। তথাগত রায়ের এই বক্তব্য বঙ্গ রাজনীতিতে একেবারে ঝড় তুলে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!