সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠকের পরই বিজেপিকে প্রবল কটাক্ষ অনুব্রতর, একেবারে সরকার ফেলে দেবার হুঁশিয়ারি তৃণমূল মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য July 12, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বোলপুরে তৃণমূল সাংসদ শতাব্দী রায়, তৃণমূল সাংসদ অসিত মাল, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, এছাড়া জেলার বিভিন্ন ব্লক সভাপতি, পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। নির্বাচনের পর শতাব্দী রায়ের সঙ্গে এই নিয়ে দ্বিতীয় বার বৈঠক করলেন তিনি। বৈঠকের পর এক হাত নিলেন বিজেপিকে। তিনি জানান , আগের জন্মে নিশ্চয়ই তিনি কিছু অন্যায় করেছিলেন। তাই পরপর দুবার কেন্দ্রে বিজেপি সরকারের শাসন তাঁকে সহ্য করতে হচ্ছে। ইতিপূর্বে, একাধিকবার অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়ের মতভেদ দেখা গেছে। একে অপরের বিরুদ্ধে বক্তব্য রাখতেও দেখা গেছে। দীর্ঘদিন তাঁদের এক সঙ্গে বৈঠক করতে দেখা যায়নি। এরপর গত ২০ সে জুন তাঁদের একসঙ্গে বৈঠকে দেখা গিয়েছিল। এরপর আবার তাঁদের একসঙ্গে বৈঠক করতে দেখা গেল গতকাল। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের দাবি। এক মাসের মধ্যে তাঁদের দুবার বৈঠকে যোগদান বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বৈঠক সম্পর্কে অনুব্রত মণ্ডল জানালেন, দলের বৈঠক শেষ হয়েছে। সকলকে তিনি ডাকতে পারেন নি। মোটামুটি ১০০ জন লোককে নিয়ে বৈঠক হয়েছে। জেলা কমিটির সদস্যরা ছিলেন। বিধানসভার অধিবেশন শেষ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়কেরা। অনেকে মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায় গোষ্ঠীর দ্বদ্ব দূর হবার সম্ভাবনা আছে। জেলা কমিটির বৈঠকে যে সমস্ত নির্দেশ দেয়া হয়েছিল, সেগুলি উপযুক্ত ভাবে পালন করা হয়েছে কিনা? তার খোঁজ নেয়া হয়েছিল গতকালের বৈঠকে। বৈঠকের পর বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল। তিনি জানান, ভারতবর্ষ পুরো শেষ হয়ে গেল। পেট্রোল-ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে। খুব দুর্ভাগ্য যে দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির ডোঙা উল্টে যাবে। তিনি জানান, মনে হয় আগের জন্মে তিনি কিছু অন্যায় করেছিলেন। বিজেপিকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করে তিনি জানান, বিজেপি রামকেও দিচ্ছে না, ধনুকও দিচ্ছে না, খঞ্জনি বাজিয়ে ছেড়ে দিচ্ছে। আপনার মতামত জানান -