এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শান্তনু ঠাকুরকে নিয়ে দুশ্চিন্তার মাঝেই মতুয়া গড়ে বিরাট সাফল্য বিজেপির, চুরমার শাসক শিবির

শান্তনু ঠাকুরকে নিয়ে দুশ্চিন্তার মাঝেই মতুয়া গড়ে বিরাট সাফল্য বিজেপির, চুরমার শাসক শিবির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিজেপির। দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন তিনি, শুরু হয়েছে তাঁর শিবির বদলের গুঞ্জন। কিন্তু এই পরিস্থিতিতে মতুয়া গড়ে এবার বিরাট সাফল্য পেলো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপি বিধায়কের চেষ্টায় বুথ সভাপতি সহ ২০০ জন তৃণমূল কর্মী যোগদান করলেন বিজেপিতে।

মতুয়া অধ্যুষিত নদীয়া জেলার রানাঘাটে তৃণমূলে প্রবল ভাঙ্গন ধরালেন বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। এক যোগদান মেলার আয়োজন করে বুথ সভাপতি ও ২০০ জন কর্মী-সমর্থককে নিয়ে এলেন তিনি বিজেপিতে। বিজেপিতে সকলকে অভিবাদন জানিয়ে প্রত্যেকের হাতে তুলে দেয়া হলো দলের পতাকা। পুরসভা নির্বাচনের আগে রানাঘাটে বড়সর সাফল্য পেলো বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এত জনের যোগদানে উচ্ছ্বসিত বিজেপি। বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় জানালেন, এর আগেও অনেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন আগামী দিনে আরও অনেক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করবেন। কারণ তৃণমূলে তারা সম্মান পাচ্ছেন না।
আবার, তৃণমূল থেকে বিজেপিতে আশা তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি দীপক দাস জানালেন, তাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছিল না শাসক দলে। কর্মী হবার পরও তাদের ভ্যাকসিনের জন্য কোন বিশেষ বন্দোবস্ত করা হয়নি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে হয়েছিল। এ কারণে তারা বিজেপিতে যোগদান করলেন

প্রসঙ্গত, সম্প্রতি যেভাবে ভাঙ্গন চলছে বিজেপিতে। দলের বিধায়কদের যেভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক পড়েছে, আবার শান্তনু ঠাকুরকে নিয়ে যখন দলের দুশ্চিতা বাড়ছে। সেই আবহে দাঁড়িয়ে মতুয়া গড়ে বিজেপির এই যোগদান মেলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই, রাজনৈতিক মহলের দাবি। যা পুর ভোটের আগে দলের মনোবল অনেকাংশে বৃদ্ধি করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!