এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘শান্তিতে ভোট হলে আমরাই জিতবো’ ! জয় নিয়ে মুখ খুললেন হেভিওয়েট তৃণমূল নেতা !

‘শান্তিতে ভোট হলে আমরাই জিতবো’ ! জয় নিয়ে মুখ খুললেন হেভিওয়েট তৃণমূল নেতা !


 

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যের দুই কেন্দ্রে ঘোষণা হয়েছে উপনির্বাচন এরমধ্যে আসানসোল লোকসভা নির্বাচনে ভোট নিয়ে বিরোধী পক্ষ সর্বদাই দাবি করছে যে আসানসোল উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট আদৌ হবে কিনা ? তবে এবার শান্তিপূর্ণ ভোট নিয়ে  রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান যে ‘উপনির্বাচনে শান্তিতে ভোট হলে আমরাই জিতবো’ । সূত্রের খবর জানা যায় যে এদিন  আসানসোলের রবীন্দ্রভবনে  উপনির্বাচনে জন্য দলীয় কর্মসূচিতে যোগ দেন  পার্থ চট্টোপাধ্যায় ।

আর সেখানে থেকে তিনি জানান শান্তিতে ভোট হলে তৃণমূল জিতবে ।আর এই মন্তব্যের প্রেক্ষীতে রাজনৈতিক কারবারীদের একাংশ  বলছেন যে এদিন মাননীয় মন্ত্রী মহাশয় বুঝিয়ে দেয়ার চেষ্টা করলেন যে শুধুমাত্র বিরোধী দলই শান্তিপূর্ণ ভোটের পক্ষে এমনটা  নয় তৃণমূল কংগ্রেসও শান্তিপূর্ণ  ভোটের পক্ষে । যদি কোনরকম অশান্তি না হয় তাহলে যে আসানসোল উপনির্বাচনে থেকে এবার তৃণমূল কংগ্রেস জিতে আসবে তা তিনি নিশ্চিত করে দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করছেন একাংশ  । তবে এখন দেখার বিষয় ভোটের দিনে পরিস্থিতি কোন দিয়ে গড়ায় ? সে দিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!