এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শপথগ্রহণের একদশক পূর্তি উপলক্ষ্যে কি প্রতিশ্রুতি দিলেন রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী?

শপথগ্রহণের একদশক পূর্তি উপলক্ষ্যে কি প্রতিশ্রুতি দিলেন রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে ক্ষমতায় এসেছিলেন 2011 সালে। আজকে থেকে ঠিক 10 বছর আগে 2011 সালের 20 মে বার পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই এক দশক পূর্তি উপলক্ষে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য নতুন শপথ গ্রহণ করলেন। তাঁর নতুন লক্ষ্য রাজ্যের আরও উন্নয়ন।

রাজ্যবাসীকে এদিন মমতা ব্যানার্জ্জী দিলেন নতুন প্রতিশ্রুতি। তৃণমূল সরকারের আজ এক দশক পূর্তি হলো। এই উপলক্ষে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী আজকে একটি টুইট করেন যেখানে তিনি লিখেছেন, 10 বছর আগে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার পাশাপাশি তিনি রাজ্যের উন্নয়ন যজ্ঞ চালিয়েছেন। একইসাথে মা-মাটি-মানুষের কথা উঠে এসেছে। তিনি গত তিন বছর ধরে যেভাবে মানুষের সমর্থন পেয়েছেন সে কথা মনে করে কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যবাসীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাকে উচ্চতর অবস্থানে নিয়ে যাবার। প্রসঙ্গত, 2011 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2016 সালে দ্বিতীয়বারের জন্য তৃণমূল নেত্রী ফিরে আসেন শাসনক্ষমতায়। এবং গত 5 মে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করেন।

এই মুহূর্তে তাঁকে রাজ্যের অন্যতম মুখ্যমন্ত্রী বিধান রায় এবং জ্যোতি বসুর সঙ্গে এক সারিতে বসানো যায়। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দোপাধ্যায়ের কাছে কার্যত চ্যালেঞ্জ ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু শুধুমাত্র উন্নয়নের হাত ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচন জিতে এসেছেন বলে দাবি করেন তৃণমূল শিবিরের অনেকেই। আপাতত আগামী পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য নতুন কি কি উন্নয়ন করেন, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!