সপ্তম দিনে আন্দোলন, বিচারের দাবিতে ঝাঁজ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা! কলকাতা রাজ্য September 16, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সরকারের বৈঠক বারবার ভেস্তে যাচ্ছে। চেষ্টা করেও মুখোমুখি হতে পারছে না দুই পক্ষ। আর এই পরিস্থিতিতে রোদ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অবস্থান চলছে স্বাস্থ্য ভবনের সামনে।প্রসঙ্গত, পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বর্তমানে আন্দোলনে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। বারবার সরকারের পক্ষ থেকে তাদের আলোচনার জন্য আহ্বান জানানো হলেও, শেষ মুহূর্তে লাইভ সম্প্রচার করা নিয়ে দুই পক্ষের দড়ি টানাটানিতে আলোচনা ভেস্তে যায়। আর এই পরিস্থিতিতে আজ সেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সপ্তম দিনে পড়েছে। কিন্তু এদিনেও তাদের আন্দোলনের ঝাঁজ ক্রমশ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -