এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > সারদা কাণ্ডে জামিন পেলেন দেবযানী , তবে কি এবার শেষ হতে চলেছে তদন্ত, প্রশ্ন সর্বত্র

সারদা কাণ্ডে জামিন পেলেন দেবযানী , তবে কি এবার শেষ হতে চলেছে তদন্ত, প্রশ্ন সর্বত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘদিন ধরে চলা বহু চর্চিত সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন একসময় দেবযানী মুখোপাধ্যায় সহ সুদীপ্ত সেন। তারপর সারদা কাণ্ড নিয়ে ইতিমধ্যে প্রচুর জলঘোলা হয়েছে। শাসক দলের অনেক নেতা মন্ত্রীর নাম সারদাকাণ্ডে জড়িয়েছে। এখনো সিবিআই দপ্তরে নিয়মিত হাজিরা দিতে দেখা যায় তাঁদের।

 অন্যদিকে দেবযানী মুখোপাধ্যায় দীর্ঘদিন জেলের ঘানি টানার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারি মামলায় জামিন পাওয়ার জন্য। সেই মামলার নিষ্পত্তি হল বলে জানা গিয়েছে। সারদা চিটফান্ড মামলায় এবার জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়।

আউসগ্রাম থানার একটি মামলায় গত 7 বছর ধরে তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়নি। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দেবযানীকে আদালতে পেশ করা হয়। পাশাপাশি জেল সুপার জানান, গত বছর 20 শে মার্চ দমদম সেন্ট্রাল জেলে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা হয়। এবং তার ফলে বেশকিছু নথিপত্র নষ্ট হয়ে যায়। 

একই সাথে দেবযানীকে আদালতে পেশ সম্পর্কিত অনেক তথ্য নষ্ট হয়ে গিয়েছে। তাই তাঁকে এতদিন পর্যন্ত আদালতে পেশ করা যায়নি। এরপর সওয়াল জবাবের মধ্য দিয়ে 2000 টাকার বন্ডে দেবযানী মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সিজেএম আদালত। জানা গিয়েছে, আউসগ্রাম থানার গুসকরা হাটতলার বাসিন্দা নিত্যানন্দ চট্টোপাধ্যায় তিন লক্ষ টাকা জমা রেখেছিলেন সারদায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তিনি সেই টাকা ফেরত পাননি। এরপরেই তিনি সুদীপ্ত ও দেবযানীর বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে নিত্যানন্দ চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁরই করা মামলার ভিত্তিতে আউসগ্রাম থানার মামলায় সুদীপ্ত এবং দেবযানী গ্রেপ্তার হন। পরে তদন্ত সম্পন্ন করে সে বছরেই 23 শে ডিসেম্বর তদন্তকারী অফিসাররা চার্জশিট পেশ করেন দেবযানী ছাড়া বাকি অভিযুক্তরা প্রত্যেকেই এই মামলায় জামিন পেয়েছেন।

গত বিধানসভা নির্বাচনের আগে সামনে এসেছিল নারদা কান্ড। সেই দুর্নীতি নিয়ে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে ছিল রাজনৈতিক মহলে। যার চর্চা আজও চলে রাজ্যজুড়ে। এবারও বিধানসভা নির্বাচনের আগে সেই নিয়ে ক্রমশ গরম হচ্ছে বাংলার রাজনীতি। পাশাপাশি প্রশ্ন উঠছে, সারদা কাণ্ডে জড়িত দেবযানী মুখোপাধ্যায়ের জামিন পাওয়া কি ইঙ্গিত দিচ্ছে এবার এই মামলা বন্ধ হবার? যদিও এই অনুমানের ভিত্তিতে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!