এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সারদা মামলায় আবার নতুন চাঞ্চল্য, শুনানি নিয়ে চাপানউতোর তুঙ্গে

সারদা মামলায় আবার নতুন চাঞ্চল্য, শুনানি নিয়ে চাপানউতোর তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারদা মামলায় অন্যতম অভিযুক্ত হলেন দেবযানী মুখোপাধ্যায়। সুদীপ্ত সেনের সঙ্গে সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁরও। তবে সারদা মামলায় শাসক দলের অনেক নেতা মন্ত্রীর নাম জড়ালেও তাঁরা প্রত্যেকেই হয় অন্য দলে যোগ দিয়েছেন, না হয় ইতিমধ্যেই জামিন পেয়েছেন। কিন্তু দেবযানী মুখোপাধ্যায়ের মামলার শুনানি হলেই সিবিআই এর তরফ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হচ্ছে। আর এই নিয়েই বিতর্ক চরমে উঠেছে। হাইকোর্টের পক্ষ থেকে সিবিআইয়ের এই পদক্ষেপ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সিবিআই শুধুমাত্র সারদা মামলায় দেবযানী মুখোপাধ্যায় জামিন মামলা পিছিয়ে দেওয়ার আর্জি এই প্রথম জানায়নি, এর আগেও নারদ কান্ডে 4 হেভিওয়েট মন্ত্রী জামিন মামলা, বিনয় মিত্রের মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি সিবিআইয়ের হাতে পর্যাপ্ত প্রমাণ নেই। অন্যদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজকে সিবিআইয়ের দেবযানী মুখোপাধ্যায়ের জামিন মামলা স্থগিত রাখার আবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। প্রসঙ্গত, 2013 সালে গ্রেফতার করা হয়েছিল সারদা চিটফান্ড কাণ্ডের সূত্র ধরে দেবযানী মুখোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এতদিন ধরে গ্রেফতার করে রাখার পরেও এখনো পর্যন্ত ট্রায়ালই শুরু হয়নি। অথচ তাঁর সঙ্গেই গ্রেপ্তার হয়েছিলেন যারা, পরবর্তীতে সেই সব গুরুত্বপূর্ণ অভিযুক্তরা কিন্তু ইতিমধ্যে জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী আদালতে শুনানির পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, দেবযানী মুখোপাধ্যায় সারদার একজন জুনিয়র এক্সিকিউটিভ ছিলেন। তাঁকে পরবর্তীতে সারদার ডিরেক্টর করা হয়েছে। অথচ এই মামলায় যেসব বিতর্কিত অভিযুক্তরা যুক্ত ছিলেন, তাঁদের প্রত্যেকেই প্রায় জামিনে মুক্ত। এই পরিস্থিতিতে দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের মামলাটি যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে আদালতে।

অন্যদিকে সিবিআই এর পক্ষ থেকে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয় হাইকোর্টের কাছে। আর যথারীতি বিচারপতিদের বেঞ্চ সিবিআইয়ের এই আবেদন নিয়ে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। প্রশ্ন উঠেছে, প্রাথমিক শুনানি হওয়ার পরেই সিবিআই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। আর সেখানেই উঠেছে প্রশ্ন। তবে ধমক দিলেও বিচারপতি কিন্তু শুনানি পেছানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন। পাশাপাশি আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে সারদা মামলার শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। আপাতত এই মামলার মোড় কোনদিকে বাঁক নেয়, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!