এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সারদা, রোজভ্যালির পর ফের চিটফান্ড এর সন্ধান, মিললো রাজনৈতিক দলের নেতাদের যোগসূত্র

সারদা, রোজভ্যালির পর ফের চিটফান্ড এর সন্ধান, মিললো রাজনৈতিক দলের নেতাদের যোগসূত্র

রাজ্যে সারদা, রোজভ্যালি-র পর আরো অনেক চিটফান্ড কোম্পানি ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। তা নিয়ে শুরুও হয়েছে তদন্ত। কিন্তু সেই তদন্ত শেষ হতে না হতে ফের নতুন করে আর এক চিটফান্ড কোম্পানির সন্ধান মিললো।

জানা যাচ্ছে এবার সিবিআইয়ের নজরে এলো বেআইনি অর্থলগ্নি সংস্থা চক্র গ্রুপ। বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এই নিয়ে ২০১৭ সালের জুন মাসে এই সংস্থার বিরুদ্ধে এফআইআর হয়। আর অভিযোগ আসতেই পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে তল্লাশি চালায় সিবিআই।কেন্দ্রীয় সংস্থার দাবি যে এই সংস্থার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের যোগসূত্র রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, সিবিআইয়ের ১৩টি দল এই রাজ্যের উত্তর ২৪ পরগনা, বিহারের পটনা ও ত্রিপুরার আগরতলার ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ এবং টাকা লেনদেনের কাগজপত্র সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী। অভিযোগ সারদা-রোজভ্যালির মতোই কম সময়ে আমানতকারীদের বিপুল টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলেছে এই সংস্থাটি।

সিবিআই তদন্ত করতে নেমে জানতে পেরেছে যে, এই সংস্থার কর্ণধারের সঙ্গে একাধিক রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ ছিল ও আছে। তাঁরা এই কোম্পানিকে সুযোগ সুবিধা করে দিয়েছে। এখন দেখার এই চিটফান্ড কাণ্ডে কার কার নাম জড়ায় ও কতো তাড়াতাড়ি টাকা ফেরত পান আমানতকারীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!