এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সারদা তদন্তে নতুন মোড়, তল্লাশি এবার অন্য রাজ্যেও, ভোটের মুখে কি চাপ বাড়াচ্ছে ইডি,সিবিআই?

সারদা তদন্তে নতুন মোড়, তল্লাশি এবার অন্য রাজ্যেও, ভোটের মুখে কি চাপ বাড়াচ্ছে ইডি,সিবিআই?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে রাজ্য রাজনীতিতে বেড়ে চলেছে উত্তাপ। দীর্ঘদিন ধরেই চলছে সারদাকাণ্ডের তদন্ত। 2016 বিধানসভা নির্বাচনের আগে এই সারদা-নারদা তদন্ত নিয়ে জোরদার চাঞ্চল্যের সৃষ্টি হয় রাজ্যে। এবারেও বিধানসভা নির্বাচনের আগে সেই সারদাকাণ্ডের রেশ ধরে ইতিমধ্যেই তৃণমূল প্রার্থীদের একের পর এক এক ডেকে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে। শুধু সারদা নয়, সারদাসহ বিভিন্ন চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও বিরোধীদের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে।

সোমবার সকাল থেকেই সারদা মামলা নিয়ে আবারও তৎপরতা শুরু করেছে সিবিআই। নতুন করে একাধিক জায়গায় তল্লাশি চালানো শুরু হয়েছে। সূত্রের খবর, সারদা সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। আর সেই সূত্রেই মুম্বাইয়ের একাধিক জায়গায় শুরু হয়েছে তল্লাশি। জানা যাচ্ছে, তিন সিনিয়র সেবি আধিকারিকের সঙ্গে সারদা মামলার যোগ পাওয়া গিয়েছে।

 আর সেই সূত্রেই তাঁদের জেরা করার প্রয়োজন বলে মনে করা হচ্ছে। মুম্বাইতে এই তিন সেবি আধিকারিকের অফিস, বাড়ি সহ একাধিক জায়গায় সোমবার সকালে ব্যাপকহারে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। জানা গিয়েছে এই 3 সেবি আধিকারিক কলকাতার অফিসে বসতেন 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত।

আর সেই সময়ে সারদা-কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে এই আধিকারিকদের যোগাযোগ হয় বলেই ধারণা তদন্তকারীদের। অন্যদিকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই দেখা যাচ্ছে একের পর এক প্রার্থীদের ডাক পড়ছে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থার অফিসে। 

যেমন কিছুদিন আগেই সারদা মামলায় অভিযুক্ত রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়। সেই মতো তিনি হাজির হন। বেশ কয়েক ঘণ্টা জেরা করা হয় তাঁকে। একই সাথে জানা গিয়েছে, সুদীপ্ত সেনের সংস্থার পক্ষ থেকে যে সমস্ত পত্রিকা ছাপানো হত বিবেক গুপ্তের প্রকাশনা সংস্থা থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরই পরিপ্রেক্ষিতে সারদার সঙ্গে তাঁর বেশ কিছু আর্থিক চুক্তি এবং লেনদেন হয়েছিল বলে মনে করা হচ্ছে। সে সম্পর্কে বিস্তারিত জানতেই বিবেক গুপ্তকে ডেকে পাঠানো হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে কয়েকদিন আগে ডেকে পাঠিয়ে জেরা চালায় তদন্তকারীরা। পাশাপাশি রাজ্য তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষকেও জেরা করে ইডি। 

বেশ কিছু প্রশ্নের উত্তর নাকি তিনি দিতে পারেননি বলে জানা যাচ্ছে। যদিও গত বুধবার তিনি সারদা থেকে পাওয়া যাবতীয় টাকা পয়সা ইডির হাতে তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে। মোট 2 কোটি 67 লাখ টাকা কুণাল ঘোষ ফিরিয়ে দিয়েছেন ইডিকে।

অন্যদিকে কিছুদিন আগেই মানুষ ভূঁইয়াকে চিটফান্ড কাণ্ডের জেরে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছে। সবমিলিয়ে সময়ের সাথে সাথে সারদা তদন্ত বা অন্যান্য চিটফান্ড তদন্তে গতি আসছে, সে কথা বলাইবাহুল্য। তবে ভোটের মুখে এহেন তদন্তে অবশ্যই প্রশ্ন চিহ্ন উঠেছে। 

বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, সারদা-নারদাসহ চিটফান্ড কাণ্ডে জড়িত অনেকেই তৃণমূল থেকে চলে গিয়েছেন বিজেপিতে। এবং দেখা যাচ্ছে, বিজেপিতে যাওয়ার পর তাঁদের বিরুদ্ধে কিন্তু তদন্তে বিশেষ কোনো গতি আসেনি। সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেছনে যে গেরুয়া শিবিরের নির্দেশ কাজ করছে, তা প্রমাণ করতে মরিয়া বিরোধীরা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!