এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সরস্বতী পূজার নামে তোলাবাজি – হুমকির অভিযোগ “বহিরাগত” তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে!

সরস্বতী পূজার নামে তোলাবাজি – হুমকির অভিযোগ “বহিরাগত” তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে!

ছাত্র ভর্তিতে তোলাবাজির অভিযোগে শাসক দলের ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছিল। আর যা নিয়ে বিপর্যস্ত হতে হয়েছিল রাজ্যের শাসকদলের মূল সংগঠনকেও। আর এবার বাগদেবীর আরাধনাতে সেই জোর করে চাঁদা তোলার অভিযোগ উঠল শাসক দলের ছাত্রসংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।

সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের সুবলা চন্দ্র বিমলাসুন্দরী গভর্নমেন্ট কলেজে শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে এহেন অভিযোগেই তীব্র শোরগোল ছড়িয়ে পড়েছে। অভিযোগ, এই কলেজে কোনোরূপ ছাত্র সংসদ না থাকা সত্বেও তৃণমূল ছাত্র পরিষদের নাম করে বলপূর্বক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে।

এমনকি নির্দিষ্ট টাকা বেঁধে দিয়ে সেই চাঁদা দিতে না পারলে হাত-পা ভেঙে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। আর এহেন ঘটনার প্রতিবাদেই এবার সরব হয়েছেন সেই বিমলা সুন্দরী গভর্মেন্ট কলেজের ছাত্র-ছাত্রীরা। তাদের অভিযোগ, কলেজে যারা এই সমস্ত অন্যায় দাবি দাওয়া করছে তারা দীর্ঘদিন ধরেই কলেজের পরিবেশ নষ্ট করছে। আর এই ব্যাপারে বারবার অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। কেন এই ধরনের সরস্বতী পুজোর নাম করে জোর করে চাঁদা আদায়ের কারবার চলছে দক্ষিণ দিনাজপুর জেলার এই সরকারি কলেজে?

এদিন এই প্রসঙ্গে হিলি গভর্মেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ সরকার বলেন, “আমার কাছে ছাত্রছাত্রীরা কিছু লিখিত অভিযোগ করেছে। একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নাম করে তাদের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। কলেজের ছাত্র-ছাত্রীরা পুজো করবে তা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাইরের কেউ পুজোর নাম করে কিভাবে চাঁদা তুলছে এই বিষয়ে আমরা নিশ্চিত ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করব এবং অধ্যক্ষ এলে পুরো বিষয়টি জানাবো। কলেজে কোনো রকম নোংরামো বরদাস্ত করা হবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায় একেবারে বেমালুম অভিযুক্ত ছাত্ররা তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয় বলেই জানিয়ে দিলেন। এদিন তিনি বলেন, “হিলি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নাম করে কেউ বা কারা তোলাবাজি করছে বলে অভিযোগ এসেছে। খোঁজ নিয়ে দেখেছি যে যারা এই কাজ করেছে তাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোন যোগ নেই। এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে।”

একাংশের মতে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহাবিদ্যালয় বাদে আর অন্যান্য সমস্ত কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সেইভাবে কোনো ইউনিট নেই। আর শক্তিশালী ইউনিট না থাকায় কেউ বা কারা এই ভাবে চাঁদা তুলবে এবং তা নিয়ে যে দিনকে দিন অশান্তি বৃদ্ধি হবে সেই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। তাই ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে হিলি গভর্নমেন্ট কলেজে শক্তিশালী ইউনিট করারও দাবি উঠেছে।

তবে ঠিক কেন বা কি কারণে এখনও পর্যন্ত এই জেলায় বেশিরভাগ কলেজে ইউনিট গঠন হয়নি তা নিয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের ভূমিকাতেও উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এখন কবে এই সমস্ত প্রশ্নের সমাধান করে জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের ঘুম ভাঙ্গে এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!