এখন পড়ছেন
হোম > জাতীয় > সর্বভারতীয় সভাপতির হাত ধরে আজ বিজেপির রথ যাত্রার সূচনা বীরভূম ও ঝাড়গ্রাম থেকে

সর্বভারতীয় সভাপতির হাত ধরে আজ বিজেপির রথ যাত্রার সূচনা বীরভূম ও ঝাড়গ্রাম থেকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৬ ই ফেব্রুয়ারি বিজেপির রথ যাত্রার সূচনা হয়। সেদিন নবদ্বীপ থেকে বিজেপির রথ যাত্রার সূচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। এরপর গতকাল মুর্শিদাবাদে বিজেপির রথ আটকে দিলে ব্যাপক শোরগোল শুরু হয়। এরপর আজ একসঙ্গে দুটি জায়গা থেকে রথ যাত্রার সূচনা করতে রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

আজ দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন জে পি নাড্ডা। এরপর হেলিকপ্টারে করে তারাপীঠে পৌঁছাবেন তিনি। আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে তারাপীঠ মন্দিরে পুজো দিতে চলেছেন জে পি নাড্ডা। মন্দিরে পুজো দেওয়ার পর দুপুর ১টায় চিল্লার মাঠ থেকে পরিবর্তন যাত্রা কর্মসূচির সূচনা করতে চলেছেন তিনি। রথ যাত্রার পূর্বে তাঁর জনসভা হতে চলেছে। অন্যদিকে আজ দুপুর ২ টোয় সাধক বামাক্ষ্যাপার মূর্তিতে মাল্যদান করবেন জে পি নাড্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জে পি নাড্ডার আগমনকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিজেপির এই রথ বীরভূম জেলার ১১ টি বিধানসভা কেন্দ্র পরিক্রমা করবে। মোট ৩২৮ কিলোমিটার পথ পাড়ি দেবে বিজেপির এই রথ। বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে। তবে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন যে, এটি একটি রাজনৈতিক কর্মসূচি। এই কর্মসূচিতে তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম বাধা দেয়া হবে না।

আবার, আজ ঝাড়গাম থেকেও বিজেপির রথযাত্রা কর্মসূচির সূচনা করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ বিকেল চারটায় লালগড়ের সজীব সংঘ ময়দান থেকে পরিবর্তন যাত্রা কর্মসূচির সূচনা করতে চলেছেন তিনি। আজ চারটা বেজে তিরিশ মিনিটে সিধু, কানহোর মূর্তিতে মাল্যদান করতে চলেছেন তিনি। আজ বিকেল ৫ টা ১৫ মিনিটে ঝাড়গ্রামে জনসভা করতে চলেছেন তিনি। বিজেপি সূত্রে জানা গেছে যে, আজ স্থানীয় আদিবাসী মানুষের সঙ্গে কথা বলতে চলেছেন নাড্ডা। ঝাড়গ্রামের কর্মসূচি শেষে তিনি খড়্গপুরে যাবেন। আজ খড়্গপুরে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আবার, আগামী বৃহস্পতিবার রাজ্যে আসবেন অমিত শাহ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!