এখন পড়ছেন
হোম > অন্যান্য > সর্বনাশ! কাজ না করায় বাদ পড়ছে প্লাজমা থেরাপি! ভারতে আরও জটিল হতে চলেছে কোভিড চিকিৎসা?

সর্বনাশ! কাজ না করায় বাদ পড়ছে প্লাজমা থেরাপি! ভারতে আরও জটিল হতে চলেছে কোভিড চিকিৎসা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার চিকিৎসায় প্লাসমা থেরাপির ব্যবহার বহুল প্রচলিত। গত বছর থেকেই করোনা চিকিৎসায় এর ব্যবহার শুরু হয়েছে, যা এখনো চলছে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা কোন ব্যক্তির রক্ত থেকে এন্টিবডি সংগ্রহ করে তা কোন করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়। যা থেকে করোনার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তার শরীরে তৈরি হয়।

কিন্তু সম্প্রতি বিজ্ঞানী ও চিকিৎসকেরা জানাচ্ছেন যে, প্লাসমা থেরাপি করোনা মোকাবিলায় অব্যর্থ নয়। কারণ, প্লাসমা থেরাপি করেও অনেক সময় সংক্রমণ রোধ করা যায়নি, তেমনি মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়নি রোগীকে। তাই এবার থেকে করোনা চিকিৎসায় প্লাসমা থেরাপির প্রয়োগ বন্ধ হতে চলেছে। যার ফলে করোনার চিকিৎসা আরো জটিল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

করোনার চিকিৎসায় প্লাসমা থেরাপি কতদূর কার্যকরী? তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন একাধিক চিকিৎসক ও বিজ্ঞানীরা। তাঁরা করোনা মুক্ত হয়ে ওঠা কোন মানুষের শরীর থেকে প্লাজমা নিয়ে, তা অন্য কোন মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন। কারণ, এক্ষেত্রে একাধিক বিপদের আশঙ্কা করছেন চিকিৎসকরা। বেশকিছু বিজ্ঞানী ও চিকিৎসক প্লাজমা থেরাপিকে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বলেও চিহ্নিত করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেশকিছু প্রথিতযশা বিজ্ঞানী ও চিকিৎসকেরা সম্প্রতি জানিয়েছেন যে, প্রথমদিকে তাঁরা মনে করেছিলেন, প্লাজমা থেরাপি প্রয়োগ করলে করোনা প্রতিরোধের মত ক্ষমতা শরীরে তৈরি হবে। কিন্তু বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে, করোনার চিকিৎসায় প্লাসমা থেরাপির প্রয়োগ তেমন কাজে লাগছে না। যদিও এখনো দেশের বহু হাসপাতালে প্লাসমা থেরাপির প্রয়োগ চলছে। বেশকিছু চিকিৎসক দেশের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা বিজয় রাঘবনকে চিঠি দিয়েছেন। করোনা চিকিৎসায় প্লাসমা থেরাপি বন্ধ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন তাঁরা।

তাঁরা আইসিএমআরের প্রধান বলরাম ভার্গব, এইমস এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়াকেও বিষয়টি জানিয়েছেন। তাঁদের এই চিঠিতে জানানো হয়েছে যে, বর্তমান তথ্য প্রমাণের উপর ভিত্তি করে প্লাসমা থেরাপি নিয়ে গাইডলাইন জারি করা হয় নি। প্রথম দিকে প্লাসমা থেরাপি করে উপকার হয়, সেরকম কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে, করোনা চিকিৎসায় প্লাসমা থেরাপি একেবারে অকার্যকর। যদিও দেশের বিভিন্ন হাসপাতালে প্লাসমা থেরাপি এখনো চলছে।

সাধারণত করোনার সংক্রমণ মৃদু হলে প্লাজমা থেরাপি করা হয়। এ অবস্থায় প্লাসমা থেরাপি নিয়ে আলোচনা করতে আইসিএমআর, এইমস, করোনা বিষয়ে গঠন করা ন্যাশনাল টাস্কফোর্স, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের যৌথ মনিটরিং গ্রুপের বৈঠক বসে। এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, প্লাসমা থেরাপি বাদ দেবার। এই বৈঠকে যোগদান করা চিকিৎসক ও বিজ্ঞানীরা সকলেই প্লাসমা থেরাপি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে আইসিএমআর নতুন করে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!