এখন পড়ছেন
হোম > অন্যান্য > সর্বনাশ! আবার ভারতে পাওয়া গেল করোনার নতুন ভ্যারিয়েন্ট, যা আরও বেশি সংক্রামক ও ভয়াবহ হওয়ার আশঙ্কা

সর্বনাশ! আবার ভারতে পাওয়া গেল করোনার নতুন ভ্যারিয়েন্ট, যা আরও বেশি সংক্রামক ও ভয়াবহ হওয়ার আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতে করোনার যে ভ্যারিয়েন্ট ভারত সহ গোটা বিশ্বের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল, ডেল্টা ভ্যারিয়েন্ট। বারবার মিউটেশন ঘটিয়ে ডেল্টা ভ্যারিয়েন্ট এখন নতুন একটি প্রজাতি তৈরি করেছে। যা হলো ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট । একাধিক বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পূর্বের ভ্যারিয়েন্ট এর চেয়ে অনেক বেশি ভয়াবহ ও অনেক বেশি ছোঁয়াচে, যা ভ্যাকসিনের প্রভাব সহজেই নষ্ট করে দেবার ক্ষমতা রাখে। বারবার বিভাজন ঘটিয়ে ও জিনের বিন্যাস বদল করে এই নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস তৈরি হয়েছে।

সার্স কোভ ২ ভাইরাস বারবার বিভাজন ও জিনের বিন্যাস বদল করে থাকে। যার ফলে একটি প্রজাতি থেকে নতুন প্রজাতি তৈরি হয়। এক বছরের মধ্যে পৃথিবীজুড়ে পাওয়া গেছে করোনার একাধিক ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, যার মধ্যে কয়েকটি ভয়াবহ। রাইবোনিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি এই ভাইরাস নিজের প্রোটিন শৃংখলার বারবার বদল ঘটাচ্ছে। এই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে সাজানো। বারবার তার কোড বদল করে নিত্য নতুন প্রজাতি তৈরি করছে। একসময় ডবল ভেরিয়েন্ট থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট তৈরি হয়েছিল। এখন তা থেকে তৈরি হলো ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। দুবার জিনের গঠন বদল করে ডবল ভ্যারিয়েন্ট তৈরি হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর তিনটি শাখা এখনো পর্যন্ত পাওয়া গেছে। যা হলো বি.৬১৭.১, বি.১.৬১৭.২, বি.১.৬১৭.৩। এদের মধ্যে বি.১.৬১৭.২ চারবার বদল ঘটিয়েছে প্রোটিন শৃংখলার। একাধিক বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্ট এর চেয়ে যথেষ্ট বেশি সংক্রামক ও ক্ষতিকারক হতে পারে। তবে এ প্রসঙ্গে নীতি আয়োগ এর সদস্য ডঃ ভিকে পল জানালেন, বিজ্ঞানীরা এখনো একে উদ্বেগজনক প্রজাতি বলে চিহ্নিত করেন নি। এই প্রজাতির সন্ধান অল্প দিন হল পাওয়া গেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট রূপ বদল করে এই প্রজাতি তৈরি হয়েছে। তবে এটি কতটা সংক্রামক? ও কতটা প্রাণঘাতী? বিস্তারিত গবেষণার পর এ বিষয়ে সম্পর্কে জানা যাবে। এখনি এ বিষয় নিয়ে আতঙ্ক না করার পরামর্শ দিয়েছেন তিনি।

বেশকিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, এখনো পর্যন্ত ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট গবেষণার স্তরে রয়েছে। ইতিমধ্যে ভারতে করোনা আক্রান্ত ৬ জন মানুষের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তবে, শুধু ভারত নয় এশিয়ার একাধিক দেশ, ইউরোপ, আমেরিকাতেও এই প্রজাতির সন্ধান পাওয়া গেছে। কানাডা, জার্মানি, রাশিয়া, সুইজারল্যান্ড, নেপাল, পর্তুগাল, জাপান, ইতালি দেশে একাধিক মানুষের দেহে পাওয়া গেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। গ্লোবাল রেসপিরেটরি জিনোমিকের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এখনো পর্যন্ত এই ভ্যারিয়েন্ট এর ৬৩ টি জিন পাওয়া গেছে ,যার মধ্যে অ্যামাইনো অ্যাসিডের বদল বারবার দেখা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!