এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সর্বনাশ!এবার কি তৃণমূলের পথে পা বাড়াচ্ছেন শুভেন্দু ঘনিষ্ঠ এই বিধায়ক? বড়সড় আশঙ্কায় বিজেপি

সর্বনাশ!এবার কি তৃণমূলের পথে পা বাড়াচ্ছেন শুভেন্দু ঘনিষ্ঠ এই বিধায়ক? বড়সড় আশঙ্কায় বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ক্রমাগত ভাঙ্গনের পালা চলছে বিজেপিতে। বিজেপিতে দলের কর্মীদের যেমন ধরে রাখা সম্ভব হচ্ছে না, তেমনি দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন একের পর এক হেভিওয়েট। যাদের মধ্যে রয়েছেন বিধায়ক মুকুল রায়, বিধায়ক তন্ময় ঘোষ, বিধায়ক বিশ্বজিৎ দাস, বিধায়ক সৌমেন রায়, সাংসদ বাবুল সুপ্রিয়। এবার এই তালিকায় যুক্ত হবার প্রবল সম্ভাবনা হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের।

হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর নেতৃত্বেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। হলদিয়া থেকে তাকে প্রার্থী করা হয়। নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন। এবার তিনি বিজেপি ছেড়ে তৃণমূলের পথে পা বাড়াচ্ছেন বলে, দাবি করা হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মন্ডল জানালেন যে, তাপসী মন্ডলের ঘনিষ্ঠ সূত্রে তাঁর তৃণমূলে যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাপসী মন্ডলের কাছের লোকজন, যারা তাঁকে পরিচালনা করে থাকেন, তারাই বিধায়ককে তৃণমূলে নেবার জন্য অনুরোধ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, একাধিক বিজেপির নেতা, কর্মী তৃণমূলে আসার জন্য অপেক্ষায় রয়েছেন। আর সেই তালিকায় রয়েছেন বিজেপি বিধায়ক তাপসী মন্ডল। আবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, এমন একজন বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন, যার কথা কল্পনাও করতে পারছে না বিজেপি। আর এরপরই তাপসী মন্ডলকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

ভবানীপুরের উপ নির্বাচনের আগে তিনি যদি দলত্যাগ করেন, তবে তা বড়োসড়ো ঝটকা হয়ে দাঁড়াবে প্রধান বিরোধী দল বিজেপির কাছে, এমনটাই একাধিক রাজনৈতিক বিশ্লেষকের দাবি। তবে, তৃণমূলের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন বিজেপি বিধায়ক তাপসী মন্ডল। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তাঁর তৃণমূলে যোগদান করার সম্ভাবনা নিয়ে অপপ্রচার করছে তৃণমূল। রাজ্যের শাসক দল এই নিয়ে মিথ্যা প্রচার করছে। বিজেপি ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!