এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য বিধানসভায় বিরোধীদের ধুয়েমুছে সাফ করে বড়সড় জয়! কোমর বেঁধে আসরে নামল গেরুয়া শিবির

লক্ষ্য বিধানসভায় বিরোধীদের ধুয়েমুছে সাফ করে বড়সড় জয়! কোমর বেঁধে আসরে নামল গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দলগুলি। প্রসঙ্গত, বিহার বিধানসভা নির্বাচনের শুরুতে গেরুয়া শিবিরের শরিকি দ্বন্দ্ব নিয়ে মুখর হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে অবশেষে আসন বন্টন নিয়ে সমস্যার সমাধান হয়েছে এনডিএ জোটে বলে মনে করা হচ্ছে। আর এবার বিহার বিধানসভা নির্বাচনের প্রাক-মুহূর্তে এসে বিজেপি শেষ 35 জনের প্রার্থী তালিকা প্রকাশ করল।

বিহারে আগামী 28 শে অক্টোবর, তেশরা নভেম্বর এবং 7 ই নভেম্বর হতে চলেছে তিন দফার বিধানসভা নির্বাচন। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে। আসন্ন নির্বাচনে বিহারের নীতীশ কুমারের জেডিইউ-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে নামতে চলেছে বিজেপি। অন্যদিকে এনডিএ জোটের মধ্যে আসন রফা নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও অবশেষে তা চূড়ান্ত হয়েছে শরিকি দলগুলির মধ্যে। ঠিক হয়েছে বিহার বিধানসভার 243 টি আসনের মধ্যে 110 টি আসনে বিজেপি একা লড়বে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে 115 টি আসনে জনতা দল ইউনাইটেড অর্থাৎ নিতিশ কুমার শিবির একাকী লড়বে। আর বাকি আসনগুলোতে এনডিএ জোট এর অন্যান্য ছোট শরিকেরা লড়াই করবে। এই অবস্থায় বুধবার তৃতীয় দফার 35 জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। অর্থাৎ পুরো 110 টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল বিজেপির পক্ষ থেকে। দেখা যাচ্ছে, যে আসনগুলির প্রার্থী তালিকা সদ্য প্রকাশিত হয়েছে বিজেপির তরফ থেকে, সেগুলির নির্বাচনী লড়াই হবে আগামী 7 নভেম্বর। সর্বশেষ প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন 6 জন মহিলা প্রার্থী। অন্যদিকে জানা গেছে, বিজেপির পাশাপাশি এনডিএ জোট থেকে সাতটি আসনে লড়ছেন জিতন রাম মাঝির দল হাম পার্টি।

একইভাবে বিকাশিল ইনসান পার্টি লড়ছে 11 টি আসনে। আপাতত আসন ভাগাভাগি শেষ। এবার জোরদার লড়াইয়ের সূচনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিহার বিধানসভা নির্বাচনী লড়াই এই মুহূর্তে অত্যন্ত উল্লেখযোগ্য। কারণ, কৃষি বিল থেকে শুরু করে দেশের অর্থনীতি নিয়ে ক্রমশ দেশজুড়ে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে উঠছে। আর সেই আন্দোলন এবার বিহার বিধানসভার নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে, সে দিকেই নজর থাকছে সবার। তবে গেরুয়া শিবির বরাবরের মতই বিরোধীদের কোণঠাসা করবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!