এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > সার্বিক বিপর্যয়ের পর, কোন পথে চলবে কংগ্রেস? জানালেন বর্ষীয়ান রাজনীতিবিদ

সার্বিক বিপর্যয়ের পর, কোন পথে চলবে কংগ্রেস? জানালেন বর্ষীয়ান রাজনীতিবিদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয় এসেছে। বামফ্রন্ট, আইএসএফের সঙ্গে জোট করেও সাফল্য আসেনি। স্বাধীনতার পর এই প্রথম কংগ্রেস শুন্য বিধানসভা। কেন দলের এই ফলাফল হল? তার কারণ খুঁজে বের করতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব একটি কমিটি গঠন করেছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের আগামী দিনের পরিকল্পনা নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন হেভিওয়েট কংগ্রেস নেতা আব্দুল মান্নান।

ভোটে আশানুরূপ সাফল্য আসেনি কংগ্রেসের, এসেছে শোচনীয় ব্যর্থতা। কেন এভাবে রাজ্যে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস? তার কারণ খুঁজে বের করতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবনের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছে। আজ এই কমিটি প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছে। এই বৈঠকের পূর্বে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন রাজ্য বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

সোনিয়া গান্ধীকে দেওয়া চিঠিতে আব্দুল মান্নান জানালেন, বিজেপিকে রুখতে ভোট দিয়েছিলেন রাজ্যের মানুষ। মানুষের এই মনোভাবের পুরো সুবিধা নিতে পেরেছে তৃণমূল। কংগ্রেস মানুষের মনে জায়গা করতে পারেনি। তবে, তাঁর অভিমত, যে পথে বিজেপি চলছে, করোনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে। তাতে আগামী দিনে বিজেপির জনসমর্থন আরও কমে যাবে। তাই তৃণমূলের বিরুদ্ধে প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি এখন যে স্থানে উঠে এসেছে, আগামী দিনে তারা সেই স্থানে আর থাকতে পারবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোনিয়া গান্ধীকে তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিজেপি দিনে দিনে দুর্বল হয়ে পড়বে। সেই জায়গা দখলের জন্য কংগ্রেসকে পরিশ্রম করে যেতে হবে। বিজেপি দুর্বল হয়ে পড়লে, তার বিকল্প হিসেবে জায়গা পাওয়ার জন্য কংগ্রেসকে লড়াই চালিয়ে যেতে হবে। কংগ্রেসের’ সঙ্গে সঙ্গে লড়াই করবে রাজ্যের অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলি। করোনা কিছুটা নিয়ন্ত্রণে এলেই রাজ্যে হবে পুরভোট। পুরভোটের সময় থেকে নতুন করে লড়াই শুরু করতে হবে কংগ্রেসকে।

বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মান্নান জানান, বামেদের সঙ্গে জোট করে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। কিন্তু, এখনি জোট ভেঙে ফেলা উচিত নয়। দলের ফলাফলের জন্য হতাশা, গ্লানি ছেড়ে দিয়ে আবার উঠে দাঁড়াতে হবে দলের নেতাকর্মীদের। ফলাফলের জন্য দলের নেতাকর্মীদের হতাশ না হবার বিধান দিয়েছেন তিনি। হতাশার পরিবর্তে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!