এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সর্বনাশ যেকোনো সময় ভেঙে পড়তে পারে কলকাতার একাধিক বাড়ি, পুরসভার সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

সর্বনাশ যেকোনো সময় ভেঙে পড়তে পারে কলকাতার একাধিক বাড়ি, পুরসভার সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ আহিরীটোলাতে একটি পুরনো বাড়ি ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত ৯ জনকে উদ্ধার করেছে এনডিআরএফ, ডিএমজি, দমকল ও পুলিশ। কিছুদিন আগে বড় বাজারেও একটি পুরোনো বাড়ি ভেঙে পড়ে। আবার, কয়েক মাস আগেই শিয়ালদহতে একটি বাড়ি ভেঙে পড়েছিল। কলকাতা শহরে এই ধরনের অনেকগুলি বাড়ি আছে, যে বাড়িগুলি অত্যন্ত পুরনো। বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে আছে বাড়িগুলি। এই বাড়ি গুলিতে বসবাস করেন বহু মানুষ। আর এই বাড়িগুলো যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে, সতর্ক করলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানালেন যে, যে বাড়িটি ভেঙে পড়েছে, তাকে আগেই বিপদজনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু সেই নোটিস ছিঁড়ে ফেলা হয়েছে। পুরসভার কর্মীরা বাসিন্দাদের সতর্ক করলেও, তারা যান নি। পুরসভা সতর্ক করার পর তারা যদি উঠে যেতেন, তাহলে এই বিপত্তি হত না। বাড়ীওয়ালা-ভাড়াটের মধ্যে অশান্তির কারণে অনেক সময় বিপদজনক বাড়িগুলির সংস্কারের কাজ আটকে আছে। যার ফলে বিপাকে পড়ছে পুরসভা।

ফিরহাদ হাকিম আরও জানালেন যে, সারা কলকাতাজুড়ে ১০০ টিরও বেশী এরকম বাড়ি আছে। এই বাড়িগুলি যখন তখন ভেঙে পড়তে পারে। মালিক ও ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্বের কারণে এই বাড়িগুলো খালি করা পুরসভার পক্ষে সম্ভব হচ্ছে না। উত্তর কলকাতাতে সমস্যা বেশি রয়েছে। যাদের এরকম পুরনো বাড়ি আছে, আদালত যদি তাদেরকে সাহায্য করে, তবে এরকম বিপদ এড়ানো যায়। জানা যাচ্ছে, আহিরীটোলার এই বিপদজনক বাড়িটি সম্পূর্ণ ভেঙে দেয়া হবে। বাড়ির বাসিন্দাদের প্রাথমিকভাবে ত্রিপল দেবার ব্যবস্থা করে দেয়া হবে। তারা চাইলে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করে দেয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!