এখন পড়ছেন
হোম > জাতীয় > সর্বনাশ! দৈনিক করোনা সংক্রমণ শীর্ষে উঠে এলো ভারত, আরও দীর্ঘায়িত হলো মৃত্যুর মিছিল, আশঙ্কা সর্বস্তরে

সর্বনাশ! দৈনিক করোনা সংক্রমণ শীর্ষে উঠে এলো ভারত, আরও দীর্ঘায়িত হলো মৃত্যুর মিছিল, আশঙ্কা সর্বস্তরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন ধরেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের অনেকটাই বেশি ছিল, গতকাল তা প্রায় ৪ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আর আজ তা অতিক্রম করে গেল ৪ লক্ষের গন্ডি। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটলো করোনায়।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২ হাজার ১১০ জন। গত ২৪ দেশে ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৩ হাজার ৫২২ জনের। গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ১৯৮ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার দৈনিক করোনা সংক্রমণে আমেরিকাকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এলো ভারত। পৃথিবীর কোনো দেশেই এক দিনে ৪ লক্ষ মানুষ এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হননি। আগামী দিনে এই পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামীদিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষে চলে যেতে পারে।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯১৯ জন। গত ২৪ ঘণ্টায় কর্নাটকে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৯৬ জন। কেরলে ১ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৯৯ জন। উত্তর প্রদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৭২ জন। দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪৭ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৪১১ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৯৬ জনের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!