এখন পড়ছেন
হোম > জাতীয় > সারদা-নারদা নিয়ে স্পেশাল অফিসারের ‘দাওয়াই’ নিয়ে চূড়ান্ত জল্পনা রাজনৈতিক মহলে

সারদা-নারদা নিয়ে স্পেশাল অফিসারের ‘দাওয়াই’ নিয়ে চূড়ান্ত জল্পনা রাজনৈতিক মহলে

সারদা-নারদা ও রোজভ্যালির মত আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত চিটফান্ড কোম্পানীগুলোর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া বেশ ঢিলেমিপনাতেই চলছে বলে অভিযোগ । সিবিআই সূত্রে খবর, এ রাজ্যের প্রায় 50 টির মত চিটফান্ডের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়ে সেই জটিলতা মিটিয়ে ফেললেও সারদা, নারদা ও রোজভ্যালির ক্ষেত্রে আরও সময় নিতে চায় তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে, সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টরেট এ নিয়ে বুধবার এক বৈঠক ডেকেছেন। যেখানে এই বৈঠকে তিনে ঠিক কি বার্তা দেন সেই নিয়ে নানান হিষেব কষতে শুরু করে দিয়েছেন ইডি থেকে রাজনৈতিক মহল। সিবিআইয়ের তরফে খবর, বুধবারের নিজাম প্যালেসের এই বৈঠকেই আর কে আস্থানা স্পষ্ট করে দেবেন সারদা, নারদা ও রোজভ্যালির ভবিষ্যৎ। প্রশাসনিক শীর্ষকর্তাদের অনেকেই মনে করছেন, এই বৈঠকের পরই তিনটি গুরুত্বপূর্ন মামলার তদন্তে গতি আসার সম্ভাবনা প্রবল।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে 

কিন্তু রাজ্যের কোনো পরোয়া না করে এই সিবিআই আধিকারিক কি আদৌ রাজীব কুমৃরের মত পুলিশ কর্তাকে জেরা করবে! আদৌ রোজভ্যালিতে নাম থাকা প্রভাবশালীদের কি ধড়পাকড় শুরু হবে! রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বুধবার। তবে সারদা, নৃরদা ও রোজভ্যালির মত মামলা ফের যদি হিমঘরে ফেরত যায় তবে আখেরে ক্ষতিই হবে সিবিআইয়ের মত তদন্তকারী সংস্থার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!